'দশভি' নিয়ে এমন কটাক্ষের পাল্টা জবাব দিলেন ইয়ামি

Friday, April 8 2022, 11:36 am
highlightKey Highlights

সদ্য মুক্তি পেয়েছে ছবি ‘দশভি’। মুক্তির আগে এবং পরে সমালোচিত অভিষেক বচ্চন। যিনি কেন্দ্রীয় চরিত্র ‘গঙ্গারাম চৌধুরী’র ভূমিকায়।


সদ্য মুক্তি পেয়েছে ইয়ামির নতুন ছবি ‘দশভি’। মুক্তির আগে এবং পরে সমালোচিত অভিষেক বচ্চন। তিনি কেন্দ্রীয় চরিত্র ‘গঙ্গারাম চৌধুরী’র ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর পরেই কটাক্ষের শিকার ইয়ামি-ও। ছবিতে তিনি আইপিএস অফিসার জ্যোতি দেশওয়াল। অভিষেক মুখ না খুললেও অভিনেত্রী কিন্তু চুপচাপ হজম করেননি। পাল্টা টুইটে নিজের বক্তব্য জানিয়েছেন।

দশভি
দশভি

একাধিক ভাল ছবি, সিরিজে নিজেকে প্রমাণ করেছি। তার পরেও আমার অভিনয় নিয়ে এই মন্তব্য দর্শকদের? মানতে পারলাম না। শুধুই এই একটি চরিত্র নয়, এত দিন ধরে আমার অভিনীত প্রতিটি চরিত্রকে ওঁরা অসম্মানিত, অপমানিত করলেন। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

ইয়ামি গৌতম
Trending Updates

ছবিতে অভিষেক বচ্চন এক রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করেছেন। যিনি আপাদমস্তক দুর্নীতিতে ডুবে। সেই কারণে তিনি জেলেও গিয়েছেন। কিন্তু মনেপ্রাণে তিনি খাঁটি ‘দেশি’। জেলে থাকাকালীন তিনি পড়াশোনা শুরু করেন। আর তাঁর হয়ে গদি সামলান তাঁর স্ত্রী বিমলা দেবী। এই ভূমিকায় অভিনয় করেছেন নিমরত কৌর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File