WTC Final 2023 | বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনেই ৩২৭ রান অস্ট্রেলিয়ার! কোণঠাসা রোহিতরা!

Wednesday, June 7 2023, 6:03 pm
highlightKey Highlights

ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনে ৩ উইকেট হারিয়ে ৩২৭ রান করলো অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডের সেঞ্চুরি চাপে ফেললো ভারতকে।


অবশেষে প্রতীক্ষার অবসান করে আজ অর্থাৎ ৭ই মে বুধবার থেকে শুরু হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final)। ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (Ind vs Aus)। প্রথম দিনের শেষেই মাত্র ৩ উইকেট হারিয়ে ৩২৭ রান তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।

৭ই মে বুধবার থেকে শুরু হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
৭ই মে বুধবার থেকে শুরু হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

আজ ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি লড়াইয়ের মাঠে নামে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত ও প্যাট কামিন্সের (Pat Cummins) অস্ট্রেলিয়া। টস জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং (field) করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে ৪ পেসার বোলিং করে ওভার রেট ঠিক রাখতে পারলো না ভারত। এদিন নির্ধারিত সময়ের থেকে বেশি খেলা হলেও পূর্ণ করা গেলো না ৯০ ওভার। তবে গোটা দিনে ৮৫ ওভার ফিল্ডিং করার পর ভারতীয় ক্রিকেটারদের মানসিকতা কোথায় থাকবে তা সহজে অনুমান করা যায়। তাড়াহুড়ো করলে বা ৯০ ওভারে খেলা শেষ হলে এই দিনেই শতরান ছুঁয়ে ফেলতে পারতেন স্টিভ স্মিথ (Steve Smith)। পাশাপাশি সেরকমই আরও কিছুটা সময় পেলে ১৫০-র সীমানা ছাড়িয়ে যেতে পারতেন ট্রাভিস হেডও (Travis Head)। তবে হেডের সেঞ্চুরির দাপটেই প্রথম দিনেই একেবারে কোনঠাসা হয়ে যায় রোহিত ব্রিগেড।

Trending Updates
স্মিথ ও হেডের দুর্দান্ত পারফর্মেন্সে কোণঠাসা ভারত
স্মিথ ও হেডের দুর্দান্ত পারফর্মেন্সে কোণঠাসা ভারত

উল্লেখ্য, এদিন ওভালে ম্যাচ শুরু হওয়ার আগে কালো আর্মব্যান্ড পরে করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় (Coromandel Express Train Accident) নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানান খেলোয়াড়রা। কালো আর্মব্যান্ড পরেই খেলতে নামেন তারা। কেবল ভারত নয়, এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় সমবেদনা জানান অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও।

করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানান খেলোয়াড়রা
করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানান খেলোয়াড়রা

 বাহানাগা স্টেশনের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষে প্রাণ গিয়েছে ২৮৮ জনের। এই ভয়াবহ দুর্ঘটনা যখন ঘটে তখন ভারতীয় দল লন্ডনে (London) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। যার ফলে এদিন কালো আর্মব্যান্ড পরে খেলতে নামেন দুই দলেরই ক্রিকেটাররা। এমনি ওভালে ওই দুর্ঘটনায় নিহত মানুষদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতাও পালন করেন দুই দলের ক্রিকেটার-সহ স্টেডিয়ামে উপস্থিত সমস্ত দর্শকরা।

কালো আর্মব্যান্ড পরে খেলতে নামেন দুই দলেরই ক্রিকেটাররা
কালো আর্মব্যান্ড পরে খেলতে নামেন দুই দলেরই ক্রিকেটাররা

এই ঘটনা প্রসঙ্গে, বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে টুইট করে জানানো হয়, ওভালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনে খেলা শুরুর আগে ওড়িশা ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে ভারতীয় ক্রিকেট দল নীরবতা পালন করে। সঙ্গে ওই দুর্ঘটনায় মৃত্যুদের জন্য শোক প্রকাশ করেন ভারতীয় দলের ক্রিকেটাররা।

এক মিনিট নীরবতাও পালন করেন দুই দলের ক্রিকেটার-সহ স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা
এক মিনিট নীরবতাও পালন করেন দুই দলের ক্রিকেটার-সহ স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা

 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২৩ এ ভারতের একাদশ খেলোয়াড় | India XI for World Test Championship Final 2023:  

রোহিত শর্মা (অধিনায়ক) (Rohit Sharma ), শুভমন গিল (Shubman Gill), চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), বিরাট কোহলি (Virat Kohli), অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane ), কোনা শ্রীকর ভরত (উইকেটকিপার) (Kona Srikar Bharat ), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja), শার্দূল ঠাকুর (Shardul Thakur), উমেশ যাদব (Umesh Yadav), মহম্মদ সামি (Mohammed Sami) ও মহম্মদ সিরাজ(Mohammed Sira)।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ২০২৩-র ভারত ও অস্ট্রেলিয়ার একাদশ খেলোয়াড় 
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ২০২৩-র ভারত ও অস্ট্রেলিয়ার একাদশ খেলোয়াড় 

 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২৩ এ অস্ট্রেলিয়ার একাদশ খেলোয়াড় | Australia XI for World Test Championship Final 2023 : 

ডেভিড ওয়ার্নার (David Warner), উসমান খোয়াজা (Usman Khawaja), মার্নাস লাবুশেন (Marnus Labuschagne), স্টিভ স্মিথ (Steve Smith), ট্রেভিস হেড (Travis Head), ক্যামেরন গ্রিন (Cameron Green), অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার) (Alex Carey), মিচেল স্টার্ক (Mitchell Starc), প্যাট কামিন্স (অধিনায়ক) (Pat Cummins ), নাথান লিয়ঁ (Nathan Lyon) ও স্কট বোল্যান্ড (Scott Boland)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File