World Press Freedom Day | কেন পালন করা হয় বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস? জানুন এই দিনের তাৎপর্য!

Wednesday, May 3 2023, 2:00 pm
highlightKey Highlights

প্রতি বছর ৩রা মে পালন করা হয় বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস। সংবাদমাধ্যমের স্বাধীনতা ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পালিত হয় এই দিন।


প্রতি বছর ৩রা মে পালন করা হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে (World Press Freedom Day)।  সংবাদমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে ও সংবাদমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতার অধিকারকে সম্মান জানাতে বিশ্ব জুড়ে পালন করা হয় এই দিন । 

৩রা মে পালন করা হয় বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস
৩রা মে পালন করা হয় বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস

সকালে ঘুম থেকে ওঠার পর খবরের কাগজে চোখ বুলিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে দিন শুরু হতো অনেকের। সময়ের সঙ্গে সঙ্গে সেই খবরের কাগজের পাতা পরিবর্তন হয়েছে ডিজিটাল স্ক্রিনে। নিউজ টিভি চ্যানেল (News channel) হোক কিংবা নিউজ পোর্টাল (News portal), এখন খবর পড়া বা জানা হয়ে গেছে অনেক সহজ। তবে বহু ইতিহাস ও সংগ্রাম পেরিয়ে আমাদের নিয়মিত তথ্য প্রদান করে চলেছে সংবাদমাধ্যমগুলি। কিন্তু এখনও বহু ক্ষেত্রে সংবাদমাধ্যমের থেকে ছিনিয়ে নেওয়া হয় হাতের কলম। এখনও পূর্ণ স্বাধীনতা ও সত্য খবর প্রকাশ করার জন্য লড়াই করে চলে যেতে হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। আজ অর্থাৎ বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসের দিন চলুন জেনে নি বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস সম্পর্কে। 

Trending Updates
বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসের সূচনা ১৯৯১ সালে
বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসের সূচনা ১৯৯১ সালে

বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসের ইতিহাস | History of World Press Freedom Day :

বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস পালন করার কথা প্রথম কল্পনা করেন বেশ কয়েক আফ্রিকান সাংবাদিক। এই সাংবাদিকদের একটি দল ১৯৯১ সালে নামিবিয়ায় (Namibia) একটি স্বাধীন এবং বহুত্ববাদী সংবাদ প্রচারের জন্য ইউনেস্কোর বৈঠকে জড়ো হয়েছিল।  যারা ৩রা মে দিনটিকে সংবাদপত্রের স্বাধীনতার সম্মান ও রক্ষার জন্য বিশ্বব্যাপী ছুটির দিন হিসেবে পালন করার জন্য আবেদন করেন। যার পর তৈরী করা হয়েছিল গণমাধ্যমের স্বাধীনতার একটি নীতি-নির্দেশিকাও। যা পরিচিত উইন্ডহোক ঘোষণা (Windhoek Declaration) নামে।

পরে এই ধারণার ওপর ভিত্তি করেই ইউনেস্কো (UNESCO)-এর সাধারণ সম্মেলনের সুপারিশ অনুয়ায়ী ১৯৯৩ সালে প্রথম বিশ্ব মুক্ত সংবাদমাধ্যম দিবস বা বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস পালন করা হয়। ৩রা মে বিশেষভাবে এই দিনটিকে বেছে নেওয়া হয় উইন্ডহোক ঘোষণার স্মরণেই।

সংবাদমাধ্যমের অধিকার ও স্বাধীনতা সম্পর্কে সচেতন করতে পালন হয় এই দিন
সংবাদমাধ্যমের অধিকার ও স্বাধীনতা সম্পর্কে সচেতন করতে পালন হয় এই দিন

বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসের তাৎপর্য | Significance of World Press Freedom Day :

বিশ্ব সংবাদমাধ্যম দিবসের লক্ষ্য হল, সংবাদমাধ্যমগুলির স্বাধীনতার গুরুত্ব, সাংবাদিকদের অধিকার রক্ষার প্রয়োজনীয়তা এবং স্বাধীনতা, মুক্ত গণমাধ্যমের প্রচারের গুরুত্ব সম্পর্কে জনসাধারণের উপলব্ধি বৃদ্ধি করা। নানান ক্ষেত্রে দেখা যায় সাংবাদিকদের হতাহতের শিকার হতে হচ্ছে। সেই কারণে এই দিনটিতে সাংবাদিকদের সুরক্ষা এবং কোনোরকম ভয় ছাড়াই খবর করার স্বাধীনতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়ে থাকে। এছাড়াও সংবাদমাধ্যমের স্বাধীনতা, বাকস্বাধীনতা, অধিকার, সুরক্ষা সম্পর্কে এই দিন সচেতনা বৃদ্ধি করা হয়।

বহু ক্ষেত্রে হতাহতের শিকার হতে হয় সাংবাদিকদের
বহু ক্ষেত্রে হতাহতের শিকার হতে হয় সাংবাদিকদের

বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসের থিম | World Press Freedom Day theme :

প্রতি বছর, বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসের দিন এর প্রতিপাদ্য বা থিম হিসেবে সংবাদমাধ্যমের স্বাধীনতার একটি নির্দিষ্ট দিক তুলে ধরা হয়। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে এই দিনের বিশেষ থিম, 'শেপিং এ ফিউচার অফ রাইটস: ফ্রীডম অফ এক্সপ্রেশন অ্যাস আ ড্রাইভার ফর আদার অল হিউম্যান রাইটস' (Shaping a Future of Rights: Freedom of Expression as a Driver for All Other Human Rights) এই থিমটি বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবসের ৩০তম বার্ষিকীকে চিহ্নিত করে।

সাংবাদিকদের সুরক্ষা সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি করা হয় এদিন
সাংবাদিকদের সুরক্ষা সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি করা হয় এদিন

বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পুরাতন সমাজের মতো আধুনিক সমাজেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের একটি বড় ভূমিকা পালন করে সংবাদমাধ্যম, কিন্তু তা সত্ত্বেও আজও নানান হিংস্র ঘটনার শিকার হতে হয় সাংবাদিকদের-সংবাদমাধ্যকে। বহু ক্ষেত্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়েও ওঠে প্রশ্ন। যার ফলে আমাদের দৈনিক জীবনের একটি সঙ্গী সংবাদমাধ্যমকে রক্ষা করতে ও তার গুরুত্ব ও স্বাধীনতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ৩রা মে-র দিন খুবই তাৎপর্যপূর্ণ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File