আন্তর্জাতিক

ফের মুখোমুখি ভারত-চিন, লাদাখ ইস্যুতে ফের বৈঠকের সম্ভাবনা রয়েছে

ফের মুখোমুখি ভারত-চিন, লাদাখ ইস্যুতে ফের বৈঠকের সম্ভাবনা রয়েছে
Key Highlights

গালওয়ানের মল্লযুদ্ধে শহিদ হন বহু ভারতীয় সেনা। সেই ঘটনার পর থেকে এই সংঘাতের আবহ স্তিমিত হয়েছে দুই দেশের বহু বৈঠকের পর। তবে এই সমস্যার এখনও স্থায়ী সমাধান আসেনি।

লাদাখের ফ্রিকশন পয়েন্টে সংঘাতের আবহ প্রশমিত করতে এবার ষোড়োশতম বৈঠকে চিনের লালফৌজের মুখোমুখি হতে পারে ভারতীয় সেনা। পূর্ব লাদাখে ১৭ জুলাই এই বৈঠকের তারিখ স্থির করা হতে পারে বলে খবর। তবে এবিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

লাদাখ ইস্যুতে দীর্ঘ ৪ মাস পরে ফের ভারত-চিন সেনা পর্যায়ের বৈঠকের সম্ভাবনা!

উল্লেখ্য, ভারত-চিন দুই পক্ষের মধ্যে এরআগে বৈঠক ৪ মাস আগে শেষ হয়েছে। এর আগে ২০২০ সালের মে মাসে যখন ভারত তীব্রভাবে করোনার বিধ্বস্ত , ঠিক তখনই চিনের লালফৌজ লাদাখে আগ্রাসন দেখায়। পাল্টা তার জবাব দেয় ভারতীয় সেনা। গালওয়ানের মল্লযুদ্ধে শহিদ হন বহু ভারতীয় সেনা। সেই ঘটনার পর থেকে এই সংঘাতের আবহ স্তিমিত হয়েছে দুই দেশের বহু বৈঠকের পর। তবে সমস্যার স্থায়ী সমাধান এখনও উঠে আসেনি।

এর আগে, এই বৈঠকের সবচেয়ে বেশি সময়ের ফারাক ছিল এক মাস ২২ দিনের। সেই ফারাকে লাদাখ ইস্যুতে দুই দেশের বৈঠক হয়। জানা যাচ্ছে গত দুইবারের মতোই এবারেও দুই দেশ ফ্রিকশন পয়েন্টে ডিসএনগেজমেন্ট নিয়ে কথা বলবে বলে জানা যাচ্ছে। প্রাক্তন সেনা অফিসার বিনোদ ভাটিয়া বলেছেন, 'যতক্ষণ আমরা কথা বলছি, দীর্ঘস্থায়ী অচলাবস্থা সমাধানের আশা বেশি। এই আলোচনা পর্ব অসামান্য সমস্যাগুলি সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করতে দুই পক্ষের যে ইচ্ছা রয়েছে তার ইঙ্গিত দেয়।' 

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য সৈন্যদের বিচ্ছিন্নকরণ সম্পূর্ণ করার জন্য চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইকে চাপ দিয়েছিলেন।


Madhyamik 2024 | ৮০ দিনের মাথায় প্রকাশ মাধ্যমিক ২০২৪-এর ফলাফল! ৬৯৩ নম্বর পেয়ে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন! পাশের হারে কলকাতাকে টেক্কা দিয়ে এগিয়ে জেলা!
New Rules From 1st May | আগামী ১ মে থেকে ICICI, HDFC ও Yes ব্যাঙ্কের সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে বসাতে চলেছে অতিরিক্ত শুল্ক! বদল হবে ক্রেডিট কার্ডের নিয়মও!
Largest Airport | প্রায় ২.৯ লক্ষ কোটি টাকা খরচ করে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বানাবে দুবাই! ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনগুলি জানেন?
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali