HS Exam | পরীক্ষা চলাকালীন শৌচালয়ে যেতে পারবেন না পরীক্ষার্থীরা! উচ্চ মাধ্যমিক নিয়ে ২৩ পাতার বিধি প্রকাশ করল শিক্ষা সংসদ!
Wednesday, July 16 2025, 7:40 am
Key Highlightsচলতি বছর থেকে দুবার করে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে OMR সিটে।
চলতি বছর থেকে দুবার করে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে OMR সিটে। তার আগে পরীক্ষার নিরাপত্তা ও নিয়মাবলি নিয়ে ২৩ পাতার বিধি প্রকাশ করল শিক্ষা সংসদ। তাতে বলা হয়েছে, প্রথম অ্যাডমিট কার্ড দেওয়া হবে অনলাইনের মাধ্যমে। পরীক্ষার্থী প্রথম দিন অ্যাডমিট কার্ড ভুলে গেলেও তার পরীক্ষা বাতিল হবে না। তবে দ্বিতীয় দিন তাকে অবশ্যই অ্যাডমিট কার্ড আনতে হবে। এছাড়াও যেহেতু তৃতীয় সেমেস্টারের পরীক্ষা মাত্র এক ঘণ্টা ১৫ মিনিটের তাই, পরীক্ষা চলাকালীন শৌচালায় যেতে পারবে না কোনও পরীক্ষার্থী।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- উচ্চমাধ্যমিক
- উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
- শিক্ষার্থী
- পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ
- শিক্ষা ব্যবস্থা

