Subhanshu Shukla | মহাকাশ থেকে ফিরেছেন শুভাংশু, দেশের ছেলে দেশে কবে আসবেন? জানালেন মন্ত্রী
Wednesday, July 16 2025, 6:29 am

কবে শুভাংশু আসবেন ভারতের মাটিতে। এবিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
১৮দিন মহাকাশে কাটিয়ে নির্বিঘ্নে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা। মঙ্গলবার দুপুরে মহাকাশ থেকে প্রশান্ত মহাসাগরে ডুব দেন শুভাংশু। গোটা ব্যাপারটা নাসার পর্যবেক্ষণে ঘটেছে। শুভাংশুকে নিয়ে ভারতীয়দের আগ্রহ তুঙ্গে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, শুভাংশু ভারতে আসবে ১৭ আগস্ট। ইসরোর সাথে বৈঠক করার সম্ভাবনা রয়েছে তাঁর। ভারতের পরবর্তী মহাকাশ মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তিনি। বর্তমানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে খাপ খাওয়াতে ৭ দিনের ‘রিহ্যাবিলিটেশন’এ রয়েছেন মহাকাশচারীরা।
- Related topics -
- দেশ
- শুভাংশু শুক্লা
- অ্যাক্সিওম মিশন ৪
- ভারত
- ইসরো
- নাসা
- মহাকাশ
- মহাকাশচারী
- মহাকাশযান
- মিশন গগনযান
- স্পেসএক্স
- ভারতীয়