রাজ্যে জাঁকিয়ে শীতের পরিস্থিতি আগামী মঙ্গলবারের মধ্যেই

Monday, December 20 2021, 11:56 am
highlightKey Highlights

হচ্ছে পারদ পতন । গোটা উত্তর ও উত্তর-পূর্ব ভারতের মতন এ রাজ্যেও উপভোগ করুন শীতের আমেজ।


আজ মরশুমের শীতলতম দিন। বছর শেষে শীতের ধুন্ধুমার ব্যাটিং। আজ কলকাতায় তাপমাত্রার পারদ নামল ১১ ডিগ্রিতে। গত সপ্তাহ থেকেই শুরু হয়ে গিয়েছে পারদপতন। এমনকি গত কয়েকদিনের রেকর্ড ছাপিয়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। রাজ্যের অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ১০-এর কাছাকাছি। সব মিলিয়ে পৌষের শুরু থেকেই জমিয়ে ব্যাটিং শীতের।

ভিক্টোরিয়া মেমোরিয়াল হল
ভিক্টোরিয়া মেমোরিয়াল হল

আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা ৩ ডিগ্রি পতন হতে পারে। শুধুই পারদ পতন নয়, তাপমাত্রার জাঁকিয়ে শীতের পরিস্থিতি আসতে চলেছে মঙ্গলবারের মধ্যেই ; ফলে গোটা রাজ্যজুড়ে হাড় হিম করা শীতের মরশুমের আবেশ পাওয়া যাবে এই নতুন সপ্তাহেই। 

শরীরচর্চা
শরীরচর্চা

পূর্বাভাস অনুযায়ী, এবার গোটা রাজ্যে জাঁকিয়ে কামড় বসাতে পারে শীত। গোটা উত্তর ও উত্তর-পূর্ব ভারতের মতোই পশ্চিমবঙ্গেও ও শীত পড়তে চলেছে।

পশ্চিমবঙ্গেও শীত আতিথ্য গ্রহণ করতে আসছে । তাই এই প্রাকৃতিক পরিস্থিতিতে নিজেকে সামাল দিতে গরম জামাকাপড়ের যথাযথ ব্যবস্থা রাখার সাথে সাথে নিয়মিত শরীরচর্চা করে নিজের শরীরকেও রাখুন একেবারে চাঙ্গা এবং সজীব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File