খেলাধুলা

Wimbledon 2023 | আজ থেকে শুরু উইম্বলডন ২০২৩! টুর্নামেন্টে খেলতে দেখা যাবে সনিয়া মির্জাকে!

Wimbledon 2023 | আজ থেকে শুরু উইম্বলডন ২০২৩! টুর্নামেন্টে খেলতে দেখা যাবে সনিয়া মির্জাকে!
Key Highlights

আজ অর্থাৎ ৩রা জুলাই থেকে শুরু হচ্ছে টেনিস মহারণ উইম্বলডন ২০২৩। প্রথম রাউন্ডে খেলবেন নোভাক জকোভিচ, পেদ্রো কাচিন; এলেনা রিবাকিনা ,শেলবি রজার্স। বিশেষ ক্যাটাগরিতে খেলবেন সনিয়া মির্জাও।

আজ অর্থাৎ ৩রা জুলাই থেকে শুরু হচ্ছে উইম্বলডন (Wimbledon 2023) টেনিস প্রতিযোগিতা। পুরুষদের সিঙ্গলস বিভাগে গতবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ (Novak Djokovic) প্রথম রাউন্ডে খেলবেন বিশ্বের ৬৭ নম্বর আর্জেন্টিনার পেদ্রো কাচিনের (Pedro Cachin) বিরুদ্ধে। অন্যদিকে মেয়েদের চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনার (Elena Rybakina) মুখোমুখি হবেন আমেরিকার শেলবি রজার্স (Shelby Rogers)। চলতি উইম্বলডনে খেলবেন সানিয়া মির্জাও (Sania Mirza)।

গোটা চার বছরে চারটি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট (Grand Slam Tournament) অনুষ্ঠিত হলেও টেনিসের বিশ্বকাপ হিসেবে পরিচিত উইম্বলডনই। যার ট্রফি জিতে নেওয়ার স্বপ্ন প্রত্যেক টেনিস তারকাদেরই। পুরুষ এবং নারী, দু’টি বিভাগেরই সেরা দুই তারকা নামবেন খেলার ময়দানে। উল্লেখ্য, গতকাল অর্থাৎ রবিবার অজি টেনিস তারকা নিক কির্গিওস (Nick Kyrgios) জানান, কব্জিতে চোটের কারণে তিনি উইম্বলডন থেকে সরে দাঁড়াচ্ছেন। ফলে এখন টেনিস প্রেমীদের সকলের নজর নোভাক জকোভিচের উপর।

প্রসঙ্গত, পুরুষ ও মহিলাদের বাছাই তালিকা আগেই প্রকাশ করেছিল অল ইংল্যান্ড ক্লাব কর্তৃপক্ষ (All England Club Authority)। ছেলেদের বিভাগে উইম্বলডনের এক নম্বর বাছাই প্রত্যাশিতভাবেই কার্লোস আলকারাজ (Carlos Alcaraz), দ্বিতীয় বাছাই নোভাক জকোভিচ (Novak Djokovic)। মেয়েদের প্রথম বাছাই ইগা সিয়াতেক (Iga Swiatek) এবং দ্বিতীয় বাছাই আরিনা সাবালেঙ্কা (Aryna Sabalenka)। প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে (Andy Murray) এবার অবাছাইদের মধ্যে রয়ে গিয়েছেন।

গত মাসেই ফরাসি ওপেন জয়ের সুবাদে পুরুষদের সিঙ্গলসে সর্বাধিক ২৩টি গ্র্যান্ড স্ল্যামের ইতিহাস গড়েছেন জোকার। বর্তমানে বিশ্বের ১ নম্বর টেনিস প্লেয়ারের সিংহাসনে রয়েছেন নোভাক। অন্যদিকে, স্পেনের কার্লোস আলকারাজের নাম রয়েছে তালিকায় সবার ওপরে। ২০২২ সালে ইউএস ওপেন (US Open) জিতেছিলেন আলকারাজ। পাওয়ারফুল ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ডে এই বয়সেই চমকে দিয়েছেন টেনিস জগৎকে।

উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসে সকলের নজর থাকবে ইলিনা রিবাকিনার দিকেও। ২০২২ সালের উইম্বলডনজয়ী এই মুহূর্তে বিশ্বের ৩ নম্বর মহিলা টেনিস তারকা। পাশাপাশি নজর থাকবে এরিনা সাবালেঙ্কার দিকেও। চলতি বছরেই অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতেছেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই পেশাদার খেলোয়াড় হিসাবে টেনিস (Tennis) থেকে বিদায় নিলেও এবারের উইম্বলডনে খেলতে দেখা যাবে সানিয়া মির্জাকে। অবশ্য মূলপর্বে খেলবেন না ভারতের কিংবদন্তি টেনিস তারকা। জানা গিয়েছে, বিশ্বের প্রাক্তন এক নম্বর ডাবলস তারকা খেলবেন কিংবদন্তিদের বিভাগ অর্থাৎ লেডিস লেজেন্ডস ইনভিটেশন ডাবলস বিভাগে (Ladies Legends Invitational Doubles Category)।  গ্রেট ব্রিটেনের জোহানা কোন্টার (Johanna Konta) সঙ্গে জুটি বেঁধেই তিনি ঘাসের কোর্টে খেলতে নামবেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, এবারের অর্থাৎ ২০২৩ এর টেনিস মহারণ উইম্বলডনের  সিঙ্গলসে আর্থিক পুরস্কার মূল্য আগের বারের থেকে ১০.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে এ বছর সিঙ্গলসে সম্মিলিত আর্থিক পুরস্কার মূল্য রেকর্ড দাঁড়িয়েছে ৩ কোটি ৩২ লক্ষ ৫৪ হাজার পাউন্ড। পুরুষ এবং মহিলা বিভাগে এই অর্থের সমবণ্টন হবে। দুই বিভাগের চ্যাম্পিয়নরা প্রত্যেকে ২৩.৫ লক্ষ পাউন্ড অর্থ পুরস্কার পাবেন। রানার আপরা পাবেন ১১.৭৫ লক্ষ পাউন্ড করে। এমনকী মূল টুর্নামেন্টে একটাও ম্যাচ না জিতে বিদায় নিলেও প্রথম রাউন্ডে খেলার জন্য ৫৫,০০০ পাউন্ড আর্থিক পুরস্কার পাবেন খেলোয়াড়।


Cyber Crime | পরিচিত ব্যক্তির কণ্ঠস্বরে ফোনে কেউ টাকা চাইছে? সাবধান! AI ভয়েস ক্লোনিং দ্বারা প্রতারিত হচ্ছেন বহু!
Vande Bharat Metro | ৪৩৯.৫৭ কিমি রেলপথ পাড়ি দেবে মাত্র সাড়ে ৭ ঘণ্টায়! প্রকাশ্যে এলো বন্দে ভারত মেট্রোর প্রথম ঝলক! দেখুন ভিডিও!
Labour Day | গোটা বিশ্বের থেকে ভিন্নভাবে শ্রমিক দিবস পালন করা হয় আমেরিকায়! জানেন কীভাবে ভারতের ইতিহাসে যুক্ত হয় এই দিবস?
Detox Water | তীব্র তাপদাহে বাড়ির বানানো ডিটক্স ওয়াটার খেয়ে চাঙ্গা করুন শরীর! কমবে ওজনও!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla