সেলিব্রিটি

অক্ষয় কুমারের পরিবর্তে ফের কার্তিক আরিয়ান! ‘‌হেরা ফেরি ৩’‌–তে হিরো বদলের আসল কারণ কী জানুন

অক্ষয় কুমারের পরিবর্তে ফের কার্তিক আরিয়ান! ‘‌হেরা ফেরি ৩’‌–তে হিরো বদলের আসল কারণ কী জানুন
Key Highlights

সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়ার কারণে অক্ষয় কুমারের পরিবর্তে হেরা ফেরি ৩-তে অভিনয় করতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।

বলিউডে কানাঘুষা জানা গিয়েছে যে হেরা ফেরি ৩-এর জন্য অক্ষয় কুমার ৯০ কোটি টাকা দাবী করেছিলেন। শুক্রবার এক রিপোর্ট অনুযায়ী, হেরা ফেরি-এর সিক্যুয়েন্স থেকে অক্ষয় কুমার সরে গিয়েছেন এবং তার বদলে নিয়ে আসা হয়েছে কার্তিক আরিয়ানকে। জানা গিয়েছে যে হেরা ফেরি ৩-এর প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা অক্ষয় কুমারের সঙ্গে দেখা করলেও তা খুব একটা ফলদায়ক হয়নি।

অক্ষয়ের পরিবর্তে কার্তিক! ভুলভুলাইয়া ২-এর পর 'হেরা ফেরি'-র রাজুর চরিত্রে কী ফিট হতে পারবে কার্তিক আরিয়ান?

অক্ষয় কুমার হেরা ফেরি ফ্র‌্যাঞ্চাইজিতে ফেরার জন্য ৯০ কোটি দাবী করেছিলেন এবং কার্তিক আরিয়ান এই সিনেমাটি ৩০ কোটিতেই করতে রাজী হয়েছেন। ভুল ভুলাইয়া ২, যেখানে অক্ষয় কুমারের পরিবর্তে কার্তিক আরিয়ানকে নেওয়া হয়েছিল এবং যা দারুণভাবে বক্স অফিসে হিট হয়, প্রযোজক হেরা ফেরি ৩ নিয়ে অক্ষয় ও কার্তিক উভয় অভিনেতার সঙ্গেই কথা বলেছেন। তবে সবকিছু দেখেশুনে মনে হচ্ছে ফিরোজ কার্তিকের সঙ্গেই এই সিনেমার চুক্তি করেছেন।

জানা গিয়েছে, প্রযোজকের সঙ্গে আলোচনায় অক্ষয় কুমার তাঁর পারিশ্রমিক হিসাবে ৯০ কোটি, এছাড়া হেরা ফেরি ৩-এর লাভের কিছু অংশ দিতে বলেছিলেন। যেখানে কার্তিক আরিয়ান একেবারে ৩০ কোটিতে এই চুক্তি চূড়ান্ত করে ফেলেছেন। ফিরোজ দু'‌টি সম্ভাব্য কাস্টিং কল নিয়ে স্যাটেলাইট ও ডিজিটাল প্লেয়ারের কাছে গিয়েছিলেন এবং এরপরই তিনি উপলব্ধি করেন যে কার্চিক আরিয়ানের সঙ্গে কাজ করলে তা অক্ষয় কুমারের চেয়ে বেশি লাভজনক অর্থ ফেরত দিচ্ছে। উভয় অভিনেতার মধ্যে পারিশ্রমিক অর্থের পার্থক্য প্রায় ৬০ কোটি টাকা। অন্যদিকে, কার্তিক ও অক্ষয়ের সঙ্গে স্যাটেলাইট ও ডিজিটাট প্লেয়ারের মধ্যে পার্থক্য ১৫ কোটির। ফিরোজ এই সিনেমার জন্য কার্তিককে সই করিয়ে তিনি প্রায় ৪৫ কোটি টাকা বাঁচাতে পারবেন।

আরও জানা গিয়েছে যে প্রযোজক অক্ষয়কে পুনরায় রাজি করার চেষ্টা করেছিলেন এবং সিনেমার লাভ থেকে তাঁকে অর্থ দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও অনুরোধ করেন অক্ষয়কে কিন্তু অভিনেতা রাজি হননি। কারণ অক্ষয় মনে করেছিলেন যে সিনেমায় তাঁর উপস্থিতিতে এই ফ্র‌্যাঞ্চাইজিকে আরও বেশি অর্থলাভ করাবে। তবে একাধিক আলোচনার পরও প্রযোজকরা অক্ষয় কুমারের কাছ থেকে মনের মতো উত্তর পাননি এবং তারপরই তাঁরা কার্তিককে নেওয়ার কথা চিন্তা করেন।





Local Train Cancelled | বুধ-বৃহস্পতি শিয়ালদহ শাখায় চলবেনা ট্রেন, বাতিল ট্রেনের তালিকা দেখে নিন একনজরে
Teacher Recruitment | রাজ্যে ১৩ হাজারের বেশি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ! আবেদন করা যাবে বুধবার থেকেই!
Sheikh Hasina Verdict | হাসিনাকে ফেরত চাইলো ঢাকা, বিবৃতি জারি করে উত্তর দিলো নয়াদিল্লি!
Sheikh Hasina Verdict | 'ইউনুস সরকার আদালতকে ব্যবহার করেছে'! রায়দানের পর প্রথম প্রতিক্রিয়া হাসিনার!
Sheikh Hasina | হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা! দোষী সাবস্ত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী-প্রাক্তন পুলিশকর্তাও!
Delhi Blast | দিল্লি বিস্ফোরণের হোতাদের টাকা জোগাচ্ছিল পাকিস্তান? তদন্তে উঠে আসছে জইশ যোগ
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar