Safest City in the World | বিশ্বের সবচেয়ে সুরক্ষিত শহর কোনগুলি? কত নম্বরে রয়েছে কলকাতা?

অপরাধের সংখ্যা মাথায় রেখে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত শহরের তালিকা প্রকাশ করেছে নাম্বিও ডেটাবেস।
অপরাধের সংখ্যা মাথায় রেখে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত শহরের তালিকা প্রকাশ করেছে নাম্বিও ডেটাবেস। তাতে ১ নম্বর স্থান ধরে রেখেছে আবু ধাবি। দ্বিতীয় স্থানে রয়েছে দোহা। তারপর রয়েছে দুবাই ও শারজা। পঞ্চম স্থানে রয়েছে তাইওয়ানের তাইপে। ষষ্ঠে রয়েছে বাহরিনের মানামা। সপ্তমে ওমানের মাস্কাট। অষ্টমে নেদারল্যান্ডসের দ্য হেগ। অর্থাৎ পৃথিবীর প্রথম ৭টি নিরাপদ শহর রয়েছে এশিয়াতেই। কত নম্বরে রয়েছে ভারত?এই তালিকায় ৭৭ নম্বরে রয়েছে আমেদাবাদ, ৯৬ নম্বরে রয়েছে জয়পুর এবং ১৬৬ নম্বরে রয়েছে কলকাতা।
- Related topics -
- আন্তর্জাতিক
- দেশ
- শহর কলকাতা
- জয়পুর
- আমদাবাদ
- দুবাই
- এশিয়া