বিজ্ঞান ও প্রযুক্তি

Whatsapp Channel | হোয়াটসঅ্যাপ থেকেই এবার ফলো করতে পারবেন আপনার পছন্দের সেলিব্রিটিদের! কীভাবে ব্যবহার করবেন 'হোয়াটসঅ্যাপ চ্যানেল'?

Whatsapp Channel | হোয়াটসঅ্যাপ থেকেই এবার ফলো করতে পারবেন আপনার পছন্দের সেলিব্রিটিদের! কীভাবে ব্যবহার করবেন 'হোয়াটসঅ্যাপ চ্যানেল'?
highlightKey Highlights

ভারত-সহ ১৫০টি দেশে চালু হলো 'হোয়াটসঅ্যাপ চ্যানেল'। হোয়াটসঅ্যাপ থেকেই এবার ফলো করা যাবে তারকা, খেলোয়াড়দের। 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' তৈরী করতে পারবেন আপনিও।

আমাদের দৈনন্দিন জীবনে সোশ্যাল মাধ্যম বা কমিউনিকেশন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের (WhatsApp) গুরুত্ব অপরিসীম। যোগাযোগের জন্য হোক কিংবা ব্যবসা, এখন ছোট-বড় সকলের কাছেই রয়েছে হোয়াটসঅ্যাপ। তবে আগে এই সোশ্যাল মাধ্যমের পরিধি ছিল পরিবার, বন্ধু বান্ধব, চেনা-পরিচিতদের মধ্যে। কিন্তু এবার এই পরিধি বৃদ্ধি করতে চলেছে মেটা (Meta)। ভারত (India)-সহ ১৫০টি দেশে চালু হলো হোয়াটসঅ্যাপ চ্যানেল (WhatsApp Channel)।

ভারত-সহ ১৫০টি দেশে চালু হলো হোয়াটসঅ্যাপ চ্যানেলস 

সম্প্রতি হোয়াটসঅ্যাপ চ্যানেল (WhatsApp Channel) সক্রান্ত পোস্ট করেছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ (Meta CEO Mark Zuckerberg)। তিনি জানান, ভারত-সহ বিশ্বের ১৫০টি দেশে চালু হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল (WhatsApp Channel) চালু করা হয়েছে। মেটার এই কমিউনিকেশন প্ল্যাটফর্মের নয়া ফিচারের মাধ্যমে এবার হোয়াটসঅ্যাপ থেকেই অনুসরণ বা ফলো (Follow) করা যাবে সেলেব্রিটি, ক্রিকেটার, ফুটবলার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে।

হোয়াটসঅ্যাপ চ্যানেল সক্রান্ত পোস্ট করেছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ

হোয়াটসঅ্যাপ চ্যানেল কী? । What is WhatsApp Channel?

চ্যানেলগুলির মধ্যে দিয়ে হোয়াটসঅ্যাপ চাইছে একটা প্রাইভেট ব্রডকাস্ট সার্ভিস ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা। অর্থাৎ টিভিতে আপনি যেমন চ্যানেল দেখেন ব্যাপারটা কিছুটা সেরকমই। কিন্তু তা অত্যন্ত গোপনীয় এবং হোয়াটসঅ্যাপের মধ্যেই সীমাবদ্ধ।

মেটা কর্তা জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ চ্যানেল (WhatsApp Channel) একটি বৃহত্তর প্ল্যাটফর্ম যেখানে একাধিক তারকাদের প্রোফাইল, বিজনেস অ্যাকাউন্ট ফলো করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। ইনস্টাগ্রাম (Instagram), টুইটারের (Twitter) মতো এবার হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে থেকেই তাঁদের সঙ্গে জুড়তে পারবেন ব্যবহারকারীরা। মেটা জানিয়েছে, ব্যবহারকারীর ইউজার প্রোফাইল পিকচার ও ফোন নম্বর সুরক্ষিত থাকবে। অর্থাৎ তা হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিন বা অন্য ফলোয়াররা দেখতে পাবে না।

 কোন ইউজার কোন চ্যানেলসকে ফলো করছে তা সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে। উক্ত চ্যানেলস'র ৩০ দিন অবধি হোয়াটসঅ্যাপে সেভ থাকবে। চ্যানেলসের পোস্টগুলিতে ইমোজি দিয়ে রিয়াক্ট করতে পারবেন ব্যবহারকারী। কতগুলি রিয়াকশন পড়েছে সেই সংখ্যাও দেখা যাবে। ইউজার তার পছন্দের চ্যানেলস হোয়াটসঅ্যাপের বন্ধুদেরও শেয়ার করতে পারেন। ওই চ্যানেলসকে যদি কেউ আনফলো করতে চায় তার জন্য মিউট বা আনসাবস্ক্রাইব বাটন রয়েছে।

হোয়াটসঅ্যাপ চ্যানেল (WhatsApp Channel) যে কেউ তৈরী করতে পারবেন তার  হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে। সে ক্ষেত্রে ৩০ দিন পর্যন্ত চ্যানেলসে এডিট করা যাবে।

হোয়াটসঅ্যাপ চ্যানেলস কীভাবে ব্যবহার করবেন? । How to use WhatsApp Channel?

  • প্রথমে ফোনে  গুগল প্লে স্টোর (Google Play Store) অথবা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সনে আপডেট করে নিন।
  • এরপর আপনার হোয়াটসঅ্যাপটি খুলুন। এবার হোয়াটসঅ্যাপের হোমপেজে নিচে একটি 'আপডেট' নামক অপশন থাকবে।
  • ওই অপশনে ট্যাপ করলে কাদের ফলো করতে পারবেন তা দেখা যাবে।
  • ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলসগুলির পাশে একটি '+' বাটনে ক্লিক করে ফলো করা যাবে। অথবা চ্যানেলে ক্লিক করে প্রোফাইল পিকচার ও ডেসক্রিপশন পড়তে পারবেন।
  • চ্যানেলসগুলির তরফে যে পোস্ট করা হবে তার রিয়াকশন দিতে কিছুক্ষণ হোল্ড করে ইমোজি সিলেক্ট করে রিয়াক্ট করা যাবে।

 উল্লেখ্য, জুন মাসে প্রথম এই ফিচারটি লঞ্চ করে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যেই ক্যাটরিনা কাইফ, অক্ষয় কুমার, বিজয় দেবেরাকোন্ডা, দিলজিৎ দোসাঞ্জ, নেহা কক্কর এবং আরও অনেকের মতো সেলিব্রিটিরা তাঁদের হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছেন। এই প্ল্যাটফর্মে মার্ক জুকারবার্গকেও ফলো করতে পারবেন আপনি।


Israel Attack Gaza | ঈদের দিনেও ইজরায়েলি হামলায় ৬৮ জনের প্রাণহানি! মৃত্যু নিষ্পাপ শিশুদেরও!
Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla