বাংলাকে সংস্কৃতির সেরা পীঠস্থানের স্বীকৃতি রাষ্ট্রসঙ্ঘের, বিশ্ব-মঞ্চে আমন্ত্রণ জানানো হল রাজ্যের মুখ্যমন্ত্রীকে
বাংলা আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসনে। রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে বাংলাকে সংস্কৃতির সেরা পীঠস্থানের স্বীকৃতি দেওয়া হচ্ছে।
ফের বাংলার মুকুটে নতুন পালক যুক্ত হচ্ছে। আর সেই লক্ষ্যে বিশ্ব-মঞ্চে সেই পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্যো বপাধ্যায়কে। তাঁর হাতে তুলে দেওয়া হবে বেস্ট ডেস্টিনেশন ফর কালচার অ্যাওয়ার্ড।
বাংলাকে সেরার স্বীকৃতি দিচ্ছে রাষ্ট্রসঙ্ঘ, সংস্কৃতির পীঠস্থান আখ্যা দেওয়া হল পশ্চিমবঙ্গকে
সম্প্রতি বাংলার দুর্গাপুজো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী-সহ একাধিক প্রকল্প বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছে। এবার বাংলার সংস্কৃতি সেরার শিরোপা ছিনিয়ে নিল। এবার আর অন্য কেউ নয়, রাষ্ট্রসঙ্ঘ সেরার স্বীকৃতি দিচ্ছে বাংলাকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সকলের জন্য এই উপহার।
এবছরই ইউনেস্কোর পক্ষ থেকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে বাংলার দুর্গাপুজোকে। এরপর রাজ্যের পক্ষ থেকে ইউনেস্কোকে ধন্যবাদ দিয়ে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। এর আগে পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচকেও স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। ফলে বাংলার সংস্কৃতির আন্তর্জাতিক স্বীকৃতির ধারা আগে থেকেই চলছিল। এবার রাষ্ট্রসঙ্ঘ পশ্চিমবঙ্গকে সংস্কৃতির পীঠস্থান আখ্যায় ভূষিত করার সিদ্ধান্ত জানিয়ে দিল।
- Related topics -
- মমতা ব্যানার্জী
- রাষ্ট্রপুঞ্জ
- রাষ্ট্রসঙ্ঘ
- রাজ্য