আবহাওয়া

West Bengal Weather | বিশ্বকর্মা পুজো ও গণেশ চতুর্থীতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ! ফের বঙ্গোপসাগরে তৈরী ঘূর্ণাবর্ত!

West Bengal Weather | বিশ্বকর্মা পুজো ও গণেশ চতুর্থীতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ! ফের বঙ্গোপসাগরে তৈরী ঘূর্ণাবর্ত!
Key Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া আপডেট অনুযায়ী, বিশ্বকর্মা পুজো ও গণেশ চতুর্থীতে ভিজবে পশ্চিমবঙ্গ। বঙ্গোপসাগরে তৈরী হবে ঘূর্ণাবর্ত।

ফের আবহাওয়ায় বদল পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট বলছে, নতুন সপ্তাহেই ফের বর্ষণে ভিজতে চলেছে দক্ষিণ ও উত্তর বঙ্গ। বঙ্গোপসাগরে তৈরী হয়েছে ঘূর্ণাবর্ত।  ফলে বিশ্বকর্মা পুজো এবং ২০২৩ সালের গণেশ চতুর্থীতে (Ganesh Chaturthi 2023) হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আগামী সোমবার ১৮ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, আর মঙ্গলবার ১৯সে সেপ্টেম্বর ২০২৩ সালের গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2023)। তবে এই পুজোর দিনে আবহাওয়া নিয়ে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। উত্তর ও দক্ষিণ বঙ্গ জুড়ে আগামী কয়েকদিন দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানা গিয়েছে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া । Weather in South Bengal :

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পূর্বাভাস, আজ অর্থাৎ শনিবার ও আগামীকাল রবিবার আংশিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। এদিন বজ্রবিদ্যুৎ-সহ দু এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে কয়েকটি জেলায়। পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে (East and West Medinipur) এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও বলা হয়েছে, হাওড়া (Weather Howrah West Bengal) ও হুগলি (Hooghly) জেলাতেও মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে।

তবে এই দুই দিনে তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহান্তে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে বলেও আবহাওয়ার পূর্বাভাস। অন্যদিকে, সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির আরও একটি স্পেল চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নতুন সপ্তাহে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, বিশ্বকর্মা পুজো ও ২০২৩ সালের গণেশ চতুর্থীতে (Ganesh Chaturthi 2023) দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 উত্তরবঙ্গের আবহাওয়া । Weather in North Bengal :

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে তেমন আবহাওয়ার বদল হবে না। উত্তরবঙ্গে আজ, শনিবার ভারী বৃষ্টির না সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar), উত্তর দিনাজপুর (North Dinajpur), দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) ও মালদায় (Malda) হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যা আগামীকালের পর আরও কমবে। অন্যদিকে, আগামী কয়েকদিনে বাড়বে গরম। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

 কলকাতার আবহাওয়া ।  Weather in Kolkata :

কলকাতায় এদিন শনিবার সকাল থেকেই রৌদ্রকরজ্জ্বল আবহাওয়া। যদিও বেলা বাড়তেই বৃদ্ধি পাচ্ছে চড়া রোদ এবং তাপমাত্রাও। যদিও কখনও কখনও রয়েছে কালো মেঘের আনাগোনা। পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কম থাকবে, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। দুদিনে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে। 

পশ্চিমবঙ্গ আবহাওয়া সম্পর্কে আরও পড়ুন : মঙ্গলবার থেকেই গোটা বঙ্গে বাড়বে বৃষ্টি!

উল্লেখ্য, বঙ্গোপসাগরে দুদিন আগেই তৈরী হয়েছিল ঘূর্ণাবর্ত। যা পরে পরিণত হয় নিম্নচাপে। যার পরোক্ষ প্রভাবে চলতি সপ্তাহে বেশ কিছুদিন বৃষ্টির দাপট চলে দক্ষিণবঙ্গে। নয়া সপ্তাহ শুরু হতে না হতেই বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) ও ওড়িশা (Odisha) সংলগ্ন উপকূলে তৈরি হবে ঘূর্ণাবর্ত।‌ এর ফলে সোমবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে। যার জন্য, বিশ্বকর্মা পুজো ও ২০২৩ সালের গণেশ চতুর্থীতে (Ganesh Chaturthi 2023) বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ঘূর্ণাবর্ত অবস্থান করছে হরিয়ানা (Haryana) এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman and Nicobar Islands)। রাজস্থান থেকে ওড়িশা, পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা।