আবহাওয়া

দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে চলেছে, চূড়ান্ত সতর্কতা আবহাওয়া দফতরের!

দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে চলেছে, চূড়ান্ত সতর্কতা আবহাওয়া দফতরের!
Key Highlights

কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের এই গুরুত্বপূর্ণ জেলাগুলিতে নামতে চলেছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি৷ হাওড়া জেলা ও তার সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টি হতে চলেছে।

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

বর্ষার আগমনের সঙ্গে সঙ্গেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা

গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির ভোগান্তি। বিকেল বা সন্ধ্যের দিকে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় বৃষ্টি হবে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু গত সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগর এর বেশিরভাগ অংশে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে কিছু অংশে প্রবেশ করেছে ।

নির্ধারিত সময়ের ছ'দিন আগেই ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বর্ষার প্রবেশ আন্দামানে। আগামী ৪৮ ঘণ্টায় মৌসুমি বায়ু সম্পূর্ণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে বেশিরভাগ অংশ এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এর কিছু অংশে প্রবেশ করবে।