আবহাওয়া

আর মাত্র কয়েক দিন পরই বদলে যেতে চলেছে বাংলার আবহাওয়া! জানুন হাওয়া অফিসের আগাম পূর্বাভাস

আর মাত্র কয়েক দিন পরই বদলে যেতে চলেছে বাংলার আবহাওয়া! জানুন হাওয়া অফিসের আগাম পূর্বাভাস
Key Highlights

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ঝলমলে রোদের দেখা মিললেও বাতাসে বেশি থাকবে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ।

ভোরবেলা ঠান্ডার আবেশ এখন বাংলার বুকে। সকাল থেকেই শিরশিরানি ভাব জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস দিচ্ছে। তবে কবে থেকে জাঁকিয়ে শীত পড়তে চলেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে আগামী কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার ব্যাপক বদলের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছেন আবহবিদরা।

বাংলার বাতাসে ধীরে ধীরে মিলছে শীতের পরশ, তবে আবহাওয়াবিদরা জানাচ্ছে শীতের আগমনের এখনও দেরি আছে

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবারও সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ঝলমলে রোদের দেখা মিললেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। তবে, গুমোট ভাব থেকে মুক্তি দেবে। সর্বাধিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৫০শতাংশ

বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন ২০ থেকে ৩১ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রা বেশ খানিকটা কমবে বলে ইঙ্গিত মিলেছে। জানা যাচ্ছে, আগামী ১২ নভেম্বর থেকে বেশ খানিকটা পারদ পতন হতে চলেছে বাংলায়। কলকাতার পাশাপাশি

এ দিকে, সামগ্রিক ভাবে জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তার ফলে কৃষিকাজের উপরেও এই অনাবৃষ্টির প্রভাব পড়েছে। তবে শীতের প্রাক্কালে, পুজোর ঠিক পর পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হয়।