পয়লা বৈশাখে বঙ্গে ঝেঁপে আসবে বৃষ্টি ? আগাম সতর্ক করলো হাওয়া অফিস
কেবল কলকাতাতেই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
পয়লা বৈশাখে বাঙালীর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এরফলে পয়লা বৈশাখ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে বাঙালির। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। তবে, শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পয়লা বৈশাখে কি আনন্দে মাততে পারবে বাঙালি? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানান হয়েছে, বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।অপরদিকে, বুধবার থেকেই বীরভূম, মুর্শিদাবাদেও বৃষ্টিপাত হবে বলে জানা যাচ্ছে। যদিও এদিন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন: আগামী ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের এই ৮ জেলায়, কোন কোন জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে
আজ থেকে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আপেক্ষিক আদ্রতা বাড়বে, ফলে অস্বস্তিও বাড়বে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।
- Related topics -
- আবহাওয়া
- আলিপুর আবহাওয়া দপ্তর
- বৃষ্টিপাত
- রাজ্য