গরম থেকে রেহাই দিতে আসছে বৃষ্টি? বাংলার জন্য জরুরি পূর্বাভাস! পরিস্থিতি কতটা বদলাবে
কলকাতার তাপমাত্রা উল্টে আরও বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
এপ্রিলের আগেই গরমে হাঁসফাঁস করছে বঙ্গবাসী । কিন্তু তার থেকে কি রেহাই দেবে বৃষ্টি? কলকাতায় কিন্তু তেমন কোনও আশা নেই। এমনই মত আবহাওয়া দফতরের। সকাল থেকে মেঘলা হলেও এখনও নেই বৃষ্টির কোন সম্ভাবনা। হাওয়া অফিস জানাচ্ছে কলকাতার তাপমাত্রা উল্টে বাড়বে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
কলকাতার তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে, কী জানাচ্ছে হাওয়া অফিস
আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস এপ্রসঙ্গে জানিয়েছেন আগামী দু'তিন দিনে কলকাতার তাপমাত্রা আরও বাড়বে। এক থেকে দু'ডিগ্রি পর্যন্ত বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যে আপাতত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে কলকাতা শহরের তাপমাত্রা। বাড়বে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৩ শতাংশ।
- Related topics -
- আবহাওয়া
- আলিপুর আবহাওয়া দপ্তর
- বৃষ্টিপাত
- রাজ্য