'অশনি' কী আছড়ে পড়বে বঙ্গে? আবহাওয়া দফতর এই ব্যাপারে কোন সংকেত জানাচ্ছে
Friday, May 6 2022, 8:15 am
Key Highlights
শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাব কমবে দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মোট পাঁচ জেলায়।
কয়েকদিনের বৃষ্টিপাতের জেরে কলকাতাবাসী এই তীব্র গরম থেকে সাময়িক রেহাই পেয়েছে। সারা বঙ্গের তাপমাত্রা খানিকটা হলেও কমেছে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় শহরের বিভিন্ন জায়গায়। আগামী রবিবারের মধ্যে উত্তর-পশ্চিমে সরে গিয়েএই নিম্নচাপ কিছুটা গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আগাম সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জারি হওয়া পূর্বাভাস জানুন এক নজরে
- আগামী ৪৮ ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির সম্ভাবনা।
- তার সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
- উত্তরবঙ্গে আগামী ৭২ ঘণ্টা বৃষ্টি হতে পারে।
কবে থেকে কমবে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাব ? জেনে নিন কী বলছে আবহাওয়া দফতর
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাব কমবে। উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছেই । তারপর থেকে বৃষ্টির প্রভাব কমার কথা। অন্যদিকে, দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত শুক্রবার নিম্নচাপে পরিণত হবে।
- Related topics -
- আবহাওয়া
- আলিপুর আবহাওয়া দপ্তর
- অশনি
- বৃষ্টিপাত
- ঘূর্ণিঝড়