উত্তরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর চরম অস্বস্তি দক্ষিণে! আবহাওয়ার পরিবর্তন নিয়ে কী বলছে হাওয়া অফিস

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

মৌসুমী অক্ষরেখার অগ্রগতির আপাতত সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তি থাকবে শুক্রবার পর্যন্ত।


উত্তরে প্রবল বৃষ্টি আর দক্ষিণে চরম অস্বস্তি। মৌসুমী অক্ষরেখার অগ্রগতির আপাতত সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তি থাকবে শুক্রবার পর্যন্ত। তাপমাত্রা পরিবর্তন না হলেও ফিল লাইক টেম্পারেচার অনেকটাই বেশি অনুভূত হবে। এদিকে থমকে আছে মৌসুমী বায়ু।

মৌসুমী বায়ু উত্তর-পূর্ব ভারতের সব রাজ্য অতিক্রম করে উত্তরবঙ্গে থমকে আছে। দক্ষিণবঙ্গে কোনও সহযোগী সিস্টেম নেই। শুক্রবার থেকে বুধবার উত্তরবঙ্গেই আটকে বর্ষা। অনুকূল পরিস্থিতির অভাব। দক্ষিণবঙ্গে বর্ষার এখনও কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা কোচবিহারে এবং আলিপুরদুয়ারে।

Trending Updates

শুক্রবারের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। আজ, বৃহস্পতিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা সামান্য। আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে। বেলা ১১টা থেকে তিনটে পর্যন্ত অস্বস্তি বেশি হবে। আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস ৷




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File