Weather West Bengal | দিল্লি, রাজস্থান, পঞ্জাবে তাপমাত্রার পারদ ছুঁলো ৫০ ডিগ্রি! বঙ্গেও বাড়ছে অস্বস্তিকর গরম! কবে ঢুকবে বর্ষা?
রেমাল ঘূর্ণিঝড়-এর প্রভাব কাটতে না কাটতেই ফের অস্বস্তিকর গরম। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। কিন্তু, তা সত্ত্বেও গরমে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। ঘাম হচ্ছে অনবরত। এদিকে কেবল পশ্চিমবঙ্গেই নয়, গরমে নাজেহাল উত্তর ভারত। কোথাও ৫০.৫ ডিগ্রি, কোথাও ৫০.৩ ডিগ্রি, আবার কোথাও ৪৯.৯ ডিগ্রি! দিল্লি, রাজস্থান, হরিয়ানা, পঞ্জাবের তাপমাত্রা যেন নিজের রেকর্ড নিজেই ভাঙছে।
দিন কয়েক আগেই রেমাল ঘূর্ণিঝড় (Remal Cyclone) এর তান্ডব সহ্য করেছে বঙ্গবাসী। তবে ঘূর্ণিঝড়ের কারণে কমেছিল তাপমাত্রার পারদ। যদিও রেমাল ঘূর্ণিঝড় (Remal Cyclone) এর প্রভাব কাটতে না কাটতেই ফের অস্বস্তিকর গরম। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। কিন্তু, তা সত্ত্বেও গরমে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। ঘাম হচ্ছে অনবরত। এদিকে কেবল পশ্চিমবঙ্গেই নয়, গরমে নাজেহাল উত্তর ভারত। কোথাও ৫০.৫ ডিগ্রি, কোথাও ৫০.৩ ডিগ্রি, আবার কোথাও ৪৯.৯ ডিগ্রি! দিল্লি, রাজস্থান, হরিয়ানা, পঞ্জাবের তাপমাত্রা যেন নিজের রেকর্ড নিজেই ভাঙছে। এই অবস্থায় সকলেরই প্রশ্ন, কবে আসবে বর্ষা?
পশ্চিমবঙ্গের আবহাওয়া :
পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, বুধবার অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে শহর কলকাতায়। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম এবং এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৮৩ শতাংশ। বুধবার শহরে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা সেভাবে নেই বলেই পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) এর খবর।
অন্যদিকে,আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের কোনও সম্ভাবনা সেভাবে নেই। অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় ভ্যাপসা গরম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-সহ সর্বত্রই অস্বস্তিকর আবহাওয়া। যদিও পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
কবে বঙ্গে ঢুকবে বর্ষা?
মৌসম ভবন সূত্রে খবর, ১ জুনের মধ্যে কেরালাতে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। সাধারণত বঙ্গে ১০ জুন বর্ষা প্রবেশ করে। তবে এই নিয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ আলিপুর আবহাওয়া দফতর। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষে আবারও বদলাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান-সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। । বৃহস্পতিবার অর্থাৎ ৩০ মে বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মু্র্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। শুক্রবার, ৩১ মে দক্ষিণের ওই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার ও রবিবারও।
পুড়ছে উত্তর ভারত :
বর্ষার আগমনের মুখেই পুড়ছে উত্তর ভারত। দিল্লি, রাজস্থান, হরিয়ানা, পঞ্জাবের কোথাও ৫০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোথাও ৪৯। সঙ্গে ভয়ংকর হারে বইছে তাপপ্রবাহ। বিশেষজ্ঞরা বলছেন, যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে খুব শীঘ্রই সর্বকালীন রেকর্ড গড়বে ভারতের তাপমাত্রা। দিল্লির ইতিহাসে এই প্রথম এতো তাপমাত্রা উঠলো। এই পরিস্থিতিতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের তরফ থেকে শ্রমিকদের জন্য ১২টা থেকে ৩টে পর্যন্ত সবেতন বিশ্রাম দেওয়ার নির্দেশ জারি করেছে। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী বিহারেও। ৪২ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও চলছে স্কুল। জয়পুরে মঙ্গলবার হিটস্ট্রোকের জেরে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এরই মাঝে আগামী দু'দিন উত্তর এবং উত্তর পশ্চিম ভারত জুড়ে লু বইবে বলে জানিয়েছে মৌসম ভবন।
আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশ সহ দেশের বেশিরভাগ এলাকাতেই জুন মাসের শুরুতে হিটওয়েভ জারি থাকবে। দক্ষিণ পারাদ্বীপিয় ভারত ছেড়ে জুন মাসে দেশের অধিকাংশ অঞ্চলেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। আইএমডি (IMD)-র ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, জুন মাসে দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব এবং রাজস্থান সহ ভারতের অধিকাংশ এলাকায় ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আপেক্ষিক আর্দ্রতাও বেশি থাকবে এই রাজ্যগুলিতে। রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং গুজরাটের কিছু কিছু এলাকা, উত্তর মধ্য প্রদেশ এবং উত্তর পশ্চিম ভারতে লু বইবে। উত্তর পশ্চিম ভারতে জুন মাসে সাধারণত তিনদিন পর্যন্ত লু বইবার পূর্বাভাস রয়েছে। তবে সেই দিনক্ষণ বেড়ে তিন থেকে চারদিন হতে পারে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- বৃষ্টিপাত
- বর্ষাকাল