আবহাওয়া

West Bengal Weather | ৩-৪ দিনেই দক্ষিণবঙ্গে ঢুকতে চলেছে বর্ষা! কবের থেকে শুরু বৃষ্টি? জানালো আবহাওয়া দফতর!

West Bengal Weather | ৩-৪ দিনেই দক্ষিণবঙ্গে ঢুকতে চলেছে বর্ষা! কবের থেকে শুরু বৃষ্টি? জানালো আবহাওয়া দফতর!
Key Highlights

সোমবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা ও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী তিন-চার দিনে দক্ষিণবঙ্গের কিছু এলাকা মৌসুমী বায়ুর দখলে আসবে বলে মনে করা হচ্ছে।পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবারে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা। এমনই আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দফতর।

বর্ষার আশায় বসে দক্ষিণবঙ্গবাসী। রাজ্যে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণে নেই বৃষ্টির কোনো চিহ্ন। তবে এরই মধ্যে সুখবর দিলো আবহাওয়া অফিস। আগামী বুধবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে। তার আগে সোমবার থেকে কিছু জেলায় হবে প্রাক বর্ষার বৃষ্টি।
উত্তরবঙ্গের আবহাওয়া :
 উত্তরবঙ্গে যেমন বৃষ্টি চলছে তেমনই চলবে। বরং তা বাড়বে বলেই পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। রবিবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পেং অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই তিন জেলার কয়েক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কোচবিহারের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইবে।


কলকাতার আবহাওয়া :
পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.৩ ডিগ্রির কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে ২ডিগ্রি বেশি। মঙ্গলবারের আগে কলকাতায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে আবহাওয়া :
আজ রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। তবে পশ্চিমের ৫ জেলায় গরম ও অস্বস্তি বজায় থাকবে। রবিবার পশ্চিমের পাঁচ জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। দুপুর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে।


সোমবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা ও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী তিন-চার দিনে দক্ষিণবঙ্গের কিছু এলাকা মৌসুমী বায়ুর দখলে আসবে বলে মনে করা হচ্ছে।পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবারে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা। এমনই আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দফতর।


R G Kar | সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষায় রহস্য, উত্তরে 'প্রতারণা'র আভাস পেয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা
R G Kar | আজ ফের কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের আহ্বান, জুনিয়র ডাক্তারদের ইমেল পাঠালেন মুখ্যসচিব
R G Kar | ওয়ার্কশপের নামে মর্গ থেকে দেহ ও দেহের অংশ বাইরে পাচার? ফের নেপথ্যে সন্দীপ ঘোষ, চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে
UPI | আজ থেকে ইউপিআইতে লেনদেন নিয়ে নয়া নিয়ম চালু, প্রদান করা যাবে ৫ লাখ টাকা পর্যন্ত কর
R G Kar | আরজিকর মামলায় জুনিয়র চিকিৎসকদের হয়ে সুপ্রিম কোর্টে লড়তে পারেন বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয় সিং
R G Kar | তদন্তে ‘অদ্ভুত ভুল’, এবার সিবিআইয়ের স্ক্যানারে কলকাতা পুলিশের এক শীর্ষ কর্তা, অনলাইনে জিজ্ঞাসাবাদ
R G Kar Case Live Update | ভিনিত গোয়েলের পদ বদলি হবে! আগামীকাল বিকেল ৪টে পর্যন্ত সময় চাওয়া হয়েছে!