West Bengal Weather | সপ্তাহের প্রথম দিনেই আংশিক মেঘলা আকাশ দিচ্ছে কিছুটা স্বস্তি! রাজ্যের তিন জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস! কমতে পারে তাপমাত্রাও!

Monday, April 22 2024, 10:24 am
highlightKey Highlights

গত ৫০ বছরে এপ্রিল মাসে রাজ্যে গরমের এ হেন তীব্রতা এবং স্থায়িত্ব একসঙ্গে খুব একটা দেখা যায়নি বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। যদিও সোমবার আংশিক মেঘলা আকাশের কারণে ১-২ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।


গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। দীর্ঘ সময় ধরে তীব্র গরম চলছে কলকাতা এবং সমগ্র দক্ষিণবঙ্গে। গরমের এই দীর্ঘ ‘স্পেল’ কলকাতায় বেশ বিরল বলছেন আবহাওয়াবিদরা। এমনকি, গত ৫০ বছরে এপ্রিল মাসে রাজ্যে গরমের এ হেন তীব্রতা এবং স্থায়িত্ব একসঙ্গে খুব একটা দেখা যায়নি। কখনো ৪০ ডিগ্রি আবার কখনো ৪২ ডিগ্রি ছুঁয়ে ফেলছে তাপমাত্রার পারদ। তবে অবশেষে, সপ্তাহের প্রথম দিনেই কিছুটা স্বস্তি দেওয়ার মেজাজে রয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। তার ফলে দিনের তাপমাত্রা তুলনামূলক কিছুটা কম। দুদিনের জন্য মারাত্মক গরম  কলকাতা। পাশাপাশি রাজ্যের তিনটি জেলায় এদিন বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)।

সপ্তাহের প্রথম দিনেই কিছুটা স্বস্তি দেওয়ার মেজাজে রয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া 
সপ্তাহের প্রথম দিনেই কিছুটা স্বস্তি দেওয়ার মেজাজে রয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া 

দু'দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে পারে ১-২ ডিগ্রি!

Trending Updates

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, মান্নার উপসাগরীয় অঞ্চলে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ২১ এপ্রিল। সমুদ্রপৃষ্ঠ থেকে এই ঘূর্ণাবর্তটি ৯০০ মিটার উচ্চতায় অবস্থান করছে। তবে তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থানরত এই ঘূর্ণাবর্তের কোনও প্রভাবই দক্ষিণবঙ্গে পড়বে না। যদিও এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) সামান্য বদলাবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শুক্রবার। ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ, গাল্ফ অফ মানার এবং অসম সংলগ্ন এলাকায়। উত্তর দক্ষিণ অক্ষরেখা উত্তর বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া আরও একটি অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত। যেটি তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং রয়েলসিমার উপর দিয়ে গিয়েছে। এর ফলে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণের তিন জেলায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরে অবশ্য ফের তা বেড়ে যাবে।

রাজ্যের তিনটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা!

সোম এবং মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়, পাশাপাশি তিনটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। এই জেলাগুলি হলো- ঝাড়গ্রাম, পূর্ব, পশ্চিম মেদিনীপুর। তবে এই বৃষ্টি তাপপ্রবাহের উপর কোনও প্রভাব ফেলতে পারবে না বলেই মনে করছেন আবহবিদরা। এরপর বুধবার থেকে ফের একবার তাপপ্রবাহ বাড়বে। বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহ বা চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে একাধিক জেলায়।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,সোমবার দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পগনায় তীব্র গরমের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে দুই ২৪ পরগনায় তাপপ্রবাহের সম্ভাবনাও আছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় ফের তাপপ্রবাহ সম্ভাবনা দেখা দেবে। এর জেরে দক্ষিণের উত্তর ও দক্ষিণ ২৪ পগনা, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে কমলা সতর্কা জারি করা হয়েছে ২৪, ২৫ এবং ২৬ এপ্রিল। তার আগে ২৩ তারিখ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

 তিনটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর 
 তিনটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর 

 ৫০ বছরে সবথেকে বেশি গরম পড়েছে ২০২৪ সালের এপ্রিলেই!

গত ৫০ বছরে এপ্রিল মাসে রাজ্যে গরমের এ হেন তীব্রতা এবং স্থায়িত্ব একসঙ্গে খুব একটা দেখা যায়নি, এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। গত ৫০ বছরের হিসাব অনুযায়ী, কলকাতা বা দক্ষিণবঙ্গের অন্যত্র এই ধরনের গরম দু’এক বার পড়েছে। তাপমাত্রাও আগে এমন হয়েছে। তবে এ বার এই তীব্র গরমটা তুলনামূলক বেশি দিন ধরে স্থায়ী হচ্ছে। গত ৫০ বছরের ১৯৮০ সালে এক বার কলকাতায় ৪১.৭ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল তাপমাত্রা। এর পর ২০১৬ সালেও তাপমাত্রা ৪১-এ পৌঁছয়। ২০২৩ সালের এপ্রিল মাসে কলকাতায় তাপমাত্রা হয়েছিল ৪১ ছুঁইছুঁই। এ বারও সেই পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার পর্যন্ত কলকাতার এ বারের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস (১৯ এপ্রিল)। তবে একটানা এতো গরম এই বছরই নজির গড়ছে।

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, সোমবার শহর কলকাতাতে ফিরবে কিছুটা স্বস্তি। বৃষ্টি না হলেও সোম এবং মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কম থাকবে। ফলে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। এদিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল অর্থাৎ রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ছিল। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ২৮ শতাংশ।

গত ৫০ বছরে এপ্রিল মাসে রাজ্যে গরমের এ হেন তীব্রতা এবং স্থায়িত্ব একসঙ্গে খুব একটা দেখা যায়নি
গত ৫০ বছরে এপ্রিল মাসে রাজ্যে গরমের এ হেন তীব্রতা এবং স্থায়িত্ব একসঙ্গে খুব একটা দেখা যায়নি

উল্লেখ্য, দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও গরম বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গ নিচের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। সোম ও মঙ্গলবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরির সম্ভাবনা। তবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে সেই সম্ভাবনাও কমবে। বুধবার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে, আগামী কয়েকদিন সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা জম্মু-কাশ্মীরেও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File