West Bengal Weather | গত ৫৪ বছরে এই নিয়ে দ্বিতীয়বার! 'অকাল বৃষ্টি'র জেরে কলকাতায় স্বাভাবিকের থেকে ১৩ডিগ্রি কমলো তাপমাত্রা! হোলির দিনও কি মাটি করবে বৃষ্টি?

Friday, March 22 2024, 6:51 am
highlightKey Highlights

সপ্তাহজুড়ে বৃষ্টি হলেও শুক্রবার থেকেই পশ্চিমবঙ্গের আবহাওয়া বদলাবে। এমনকি আগামী কয়েকদিনে ৬থেকে ১০ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর।


দুদিন পরেই বসন্ত উৎসব, তবে তার আগেই ভোলবদল পশ্চিমবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather)। চলতি সপ্তাহ জুড়ে দিন-ভোর বৃষ্টি রাজ্যে। এমনিতে সারাদিন থাকছে মেঘলা আকাশ। যখন তখন নামছে ঝোড়ো হওয়ার সঙ্গে ঝিরি ঝিরি বৃষ্টি। মাঝে মাঝে আবার মেঘ সরিয়ে উঁকি দিচ্ছে রোদ। রাজ্যের এমন আবহাওয়ার জন্য বেশ কিছুটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে, যা বেশ উপভোগই করছে রাজ্যবাসী। তবে সামনেই দোল। ফলে এই বৃষ্টি রং খেলা মাটি করবে কি না তা নিয়েও বেশ দুশ্চিন্তায় পশ্চিমবঙ্গবাসী। এক্ষেত্রে কিছুটা আশ্বাস দিলো আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকেই বৃষ্টি কমবে। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। সোমবার দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাতে নেই কলকাতার নাম।

সপ্তাহজুড়ে বৃষ্টি হলেও শুক্রবার থেকেই পশ্চিমবঙ্গের আবহাওয়া বদলাবে
সপ্তাহজুড়ে বৃষ্টি হলেও শুক্রবার থেকেই পশ্চিমবঙ্গের আবহাওয়া বদলাবে

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃষ্টি হলেও আবহাওয়ার মেজাজে বদল আসবে। অর্থাৎ শুক্রবার থেকেই বৃষ্টি কমবে। বেলা গড়াতেই থেকে ফের উঠবে রোদ। এদিন দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূ্র্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা বৃষ্টি হতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। শুক্রবার কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে আট ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। সেই পরিস্থিতিতে অনেকের 'শীত' লাগছিল। আজ থেকে কিছুটা পারদ চড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কমে যাবে। শুক্রবার শুধুমাত্র পাঁচটি জেলা-উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্য়ুৎ-সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি ১০টি জেলা-হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে আবহাওয়া শুষ্ক থাকবে।

গত ৫৪ বছরে এই নিয়ে দ্বিতীয়বার মার্চ মাসে এসে এতটা তাপমাত্রার পতন হয়েছে
গত ৫৪ বছরে এই নিয়ে দ্বিতীয়বার মার্চ মাসে এসে এতটা তাপমাত্রার পতন হয়েছে

তাপমাত্রা বাড়বে ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস!

বৃষ্টির জন্য যে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)যে কয়েকদিন বেশ একটা মনোরম আবহাওয়া ছিল, সেটা 'ভ্যানিশ' হতে চলেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। অর্থাৎ বেশ গরম অনুভব বলে জানানো হয়েছে। শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি ১১টি জেলা-পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় আবহাওয়া একদম শুষ্ক থাকবে। অন্যদিকে, রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)।

তবে দক্ষিণবঙ্গে দুর্যোগ কমার সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত বজায় থাকবে। সপ্তাহজুড়েই। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে যাবে। যার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প চলে যাবে। শনিবার কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে
আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে

হোলির দিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা?

হোলির দিন অর্থাৎ সোমবার ফের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে দোলের দিন তিনটি জেলা-বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি ১২টি জেলা-উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

দোলের দিন তিনটি জেলা-বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে
দোলের দিন তিনটি জেলা-বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পুবালি হাওয়ার সংঘাতেই জেরেই এই অকাল বর্ষণ। এদিকে হঠাৎ এই বৃষ্টির জেরে ব্যাপক কমেছে তাপমাত্রা। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১৩ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছে, গত ৫৪ বছরে এই নিয়ে দ্বিতীয়বার মার্চ মাসে এসে এতটা তাপমাত্রার পতন হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File