দেশ

West Bengal Weather | আরব সাগরে তৈরী নিম্নচাপ! কালীপুজো-ভাইফোঁটাতে কেমন থাকবে আবহাওয়া? আচমকা বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেল দিল্লি!

West Bengal Weather | আরব সাগরে তৈরী নিম্নচাপ! কালীপুজো-ভাইফোঁটাতে কেমন থাকবে আবহাওয়া? আচমকা বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেল দিল্লি!
Key Highlights

পূর্ব মধ্য আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পরিণত হচ্ছে নিম্নচাপে। যদিও দীপাবলি ২০২৩ আবহে স্বস্তির খবরই দিলো পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট। দিল্লিতে বাড়তে থাকা বায়ু দূষণ থেকে কিছুটা স্বস্তি দিলো বৃষ্টি।

দীপাবলি ২০২৩ (Diwali 2023) নিয়ে মেতে উঠেছে গোটা বঙ্গ তথা দেশ। আজ, ১০ই নভেম্বর ধনতেরাস। এর পরই রবিবার, ১২ই নভেম্বর কালীপুজো। ইতিমধ্যেই সকালে ও রাতে অনুভূত হচ্ছে শিরশিরানি।তবে আলো-বাজির উৎসবে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। হযে অফিস সূত্রে খবর, পূর্ব মধ্য আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পরিণত হচ্ছে নিম্নচাপে। যার ফলে উৎসবের মরশুমে বৃষ্টির আশঙ্কা করছেনঅনেকেই? তবে কী কালীপুজোয় রাজ্যে বৃষ্টি হতে চলেছে? কী বলছে আবহাওয়া দফতর?

 পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, দীপাবলি, কালীপুজো, ভাইফোঁটাতে ভালো রকমের ঠান্ডা পড়তে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার প্রভাব থাকবে। উৎসব জেলায় জেলায় পরিষ্কার আকাশ, স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, হেমন্তের আবহাওয়ায় একই রকম থাকবে আগামী কয়েক দিন। ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে গেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছু জেলায় আরও কমতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। জানা দিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, জেলাতে তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রির ঘরে থাকবে। 

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, পশ্চিমবঙ্গের উত্তর ও উত্তর পশ্চিমে শুষ্ক হাওয়া প্রভাব বিস্তার করবে। ফলে আজ, ধনতেরাসের দিন কোনও বৃষ্টির প্রভাব পড়বে না বাংলায়। এছাড়াও এদিন ও বাকি কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী,  উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় এদিন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

শুক্রবার ধনতেরাসের দিনটিতে কলকাতার আকাশও মূলত পরিষ্কার থাকবে। মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশপাশে থাকতে পারে। অন্যদিকে, শুক্রবার উত্তরবঙ্গের আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে চলেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির পূর্বাভাস নেই বলে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)র আপডেট।

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) আপাতত দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ফলে দীপাবলি ২০২৩ (Diwali 2023), কালীপুজো, ভাইফোঁটা নির্বিঘ্নে উদযাপন করতে পারবেন বঙ্গবাসী। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, কালীপুজোতে বঙ্গজুড়ে বজায় থাকবে শীতের আমেজ। ভাইফোঁটাতেও অনুভূত হবে শীতের হালকা শিরশিরানি। অর্থাৎ মোটের উপর মনোরম থাকবে পরিবেশ। ভাইফোঁটা পর্যন্ত শহর কলকাতার সর্বনিম্ন থাকবে তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর সঙ্গে বইবে বইবে উত্তুরে হাওয়া। সকালে ও সন্ধ্যায় খুব হালকা শীতের আমেজ থাকবে। কেবল কলকাতা নয়, গোটা দক্ষিণবঙ্গেই বজায় থাকবে শীতের আমেজ।

 প্রসঙ্গত, পূর্ব মধ্য আরব সাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ ওই এলাকাতেই শক্তি হারাবে। যদিও এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)তে পড়বে না। এছাড়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন ও সংলগ্ন এলাকায়। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বৃষ্টি নাম নয়াদিল্লিতে। যার ফলে ধুয়ে গিয়েছে বিষাক্ত ধোঁয়াশার আস্তরণ। বেশ দীর্ঘদিন ধরে শিরোনামে দিল্লির বায়ু দূষণের খবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-নির্দিষ্ট স্তরের ১০০ গুণ বেশি ক্ষতিকারক পার্টিকলে ছেয়ে যায় রাজধানীর বাতাস। এই পরিস্থিতিতে স্কুলও বন্ধ করে দেয় দিল্লি প্রশাসন। ক্রমশ বাড়তে থাকে দূষণ নিয়ন্ত্রণ করতে কৃত্রিম বৃষ্টির পরিকল্পনাও করে দিল্লি প্রশাসন। তবে তার আগেই প্রাকৃতিক বৃষ্টিই এনে দিয়েছে অনেকটা স্বস্তি। রাতের বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছে দিল্লি ও তার পার্শ্ববর্তী  এলাকার মানুষের। কিছুটা উন্নতি হয়েছে বাতাসের গুণগত মানের। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের আশা, রবিবার দীপাবলির আগে দূষণ আরও কিছুটা কমবে।


Sabarimala temple | শবরীমালা মন্দিরের সোনা চুরির ঘটনায় গ্রেপ্তার বোর্ডের আরেক আধিকারিক!
Viral RPF Constable | একরত্তি সন্তানকে বুকে আগলেই ডিউটি! স্বামী কোথায়? জানালেন ভাইরাল মহিলা RPF কন্সটেবল!
Mahatma Gandhi On Beer Cans | বিয়ার বোতলে গান্ধীর মুখ! ছবি প্রকাশ্যে আসতেই ফুঁসছে নেটপাড়া
Kazi Nazrul Islam | বাঙালি কবিদের মধ্যে সবচেয়ে বেশি রসিক ছিলেন 'দুখু মিঞা'ই! জানুন কাজী নজরুল ইসলাম সম্পর্কে অজানা তথ্য!
T20 World Cup 2024 | টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করলো বিসিসিআই! টিম ইন্ডিয়ার অধিনায়ক থাকলেন রোহিতই! কামব্যাক করেছেন পন্থ!
Maintain Indoor Plants: যত্নে রাখুন আপনার ইন্ডোর প্ল্যান্ট
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo