Delhi Pollution News | দূষণ নিয়ন্ত্রণে আনতে 'কৃত্রিম বৃষ্টি'র পরিকল্পনা দিল্লি প্রশাসনের! গোটা ভারতে বায়ু দূষণের ভয়াবহ চিত্র পাঠালো নাসা!

Thursday, November 9 2023, 7:31 am
highlightKey Highlights

সরকার-প্রশাসন-আদালতের ঘুম ওড়াচ্ছে দিল্লি দূষণের খবর। দিল্লিতে আজ দূষণের মাত্রা ছুঁয়েছে ৪৬৯। এবার দূষণ 'ধুয়ে' ফেলতে কৃত্রিম বৃষ্টি'র পরিকল্পনা করছে দিল্লি প্রশাসন।


দিন কয়েক ধরেই খবরের শিরোনামে দিল্লি দূষণের খবর (Delhi Pollution News)। ক্রমশ বাড়তে থাকছে রাজধানীর বায়ু দূষণের পরিমাণ। দিল্লিতে আজ দূষণের মাত্রা (Pollution level in Delhi today) ও বেড়েছে। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোরও পরামর্শ দেওয়া হচ্ছে। তবে কিছুতেই বাগে আনা যাচ্ছে না দিল্লির দূষণের মাত্রা। এই পরিস্থিতিতে কৃত্রিম ভাবে বৃষ্টি নামানোর চিন্তাভাবনা শুরু করেছে দিল্লি সরকার।

রাজধানী দিল্লি দূষণের খবর চিন্তার ভাঁজ ফেলছে সরকার-প্রশাসন-আদালতে
রাজধানী দিল্লি দূষণের খবর চিন্তার ভাঁজ ফেলছে সরকার-প্রশাসন-আদালতে

গত কাল দিল্লি, গুরুগ্রাম, নয়ডার মতো শহরের বাতাসে দূষণের পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছিল বলে জানান পরিবেশবিদরা। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই ফের একই হাল। দিল্লিতে আজ দূষণের মাত্রা (Pollution level in Delhi today) ছুঁয়েছে ৪৬৯। কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দূষণের মাত্রা সবচেয়ে বেশি দক্ষিণ ও পশ্চিম দিল্লিতে। রাজধানী সংলগ্ন এলাকার মধ্যে অতিরিক্ত বিষাক্ত গ্রেটার নয়ডা। দিল্লিতে বায়ু দূষণ পৌঁছেছে মাত্রারিক্ত পর্যায়ে। এমনই ভয়াবহ অবস্থা যে পলিউশান মাস্ক (Pollution Mask) ঘরে পরে থাকার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই অবস্থায় রাজধানীর স্কুলগুলিতে শীতের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। সাধারণত ডিসেম্বর-জানুয়ারিতে শীতের ছুটি পড়ে। তবে মাত্রাছাড়া দূষণের কারণে সেই ছুটির একটি অংশ আগামী কাল থেকে ১৮ই  নভেম্বর অবধি লাগু হচ্ছে। দিল্লির বাতাসের মান অত্যন্ত খারাপ থাকায় গত কয়েক দিন ধরে একেবারে নিচু থেকে নবম শ্রেণি পর্যন্ত সব ক্লাস অনলাইনে করার নির্দেশ দিয়েছিল কেজরীওয়াল সরকার। তবে এর পর ১৮ই নভেম্বর পর্যন্ত স্কুলগুলিতে আগাম শীতের ছুটি দেওয়া হচ্ছে।

Trending Updates

বরাবরই ভারতের সবচেয়ে দূষিত শহর (Most Polluted City in India) হিসেবে পরিচিত দিল্লি দূষণের খবর (Delhi Pollution News) শিরোনামে উঠে আসে। প্রত্যেক বছরই দীপাবলির আবহে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পায়। তবে চলতি বছর দিল্লির দূষণ রীতিমতো ঘুম উড়িয়েছে দেশের সকলের। স্পম্প্রতি এই দূষণ সম্পর্কেই বড় তথ্য প্রকাশ করেছে নাসা (NASA)। নাসার প্রকাশ করা উপগ্রহ চিত্রে ধরা পড়েছে  গোটা ভারতের ভয় ধরানো দূষণের ছবি। গত ২৯সে অক্টোবর আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থার উপগ্রহে ধরা পড়া সেই ছবিতে দেখা গিয়েছে, আদতে উত্তরে পঞ্জাব থেকে পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত ধোঁয়াশার চাদর বিস্তৃত রয়েছে। ফলে ভারতের সবচেয়ে দূষিত শহর (Most Polluted City in India) দিল্লির এই ভয়াবহ দূষণের দায় গিয়ে পড়েছে মূলত পঞ্জাব ও হরিয়ানা সরকারের উপরে।

দিল্লির বায়ু দূষণ নিয়ন্ত্রণে আনতে কৃত্রিম বৃষ্টি'র পরিকল্পনা করছে দিল্লি প্রশাসন
দিল্লির বায়ু দূষণ নিয়ন্ত্রণে আনতে কৃত্রিম বৃষ্টি'র পরিকল্পনা করছে দিল্লি প্রশাসন

এই পরিস্থিতিতে ক্রমাগত চিন্তা বাড়ানো দিল্লির দূষণ নিয়ন্ত্রণে আনতেই ইতিমধ্যে নভেম্বরেই অরবিন্দ কেজরীওয়াল সরকার দিল্লিতে কৃত্রিম বৃষ্টি নামানোর চিন্তাভাবনা শুরু করেছে বলে জানালেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। জানা গিয়েছে, এই বিষয়টি নিয়ে আইআইটি কানপুরের বিজ্ঞানীদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে। বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করে এ নিয়ে শীর্ষ আদালতে দিল্লি সরকার শীঘ্রই একটি রিপোর্টও জমা দেবে বলে জানান রাই। বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন, বাতাসে জলীয় বাষ্প বা মেঘ থাকলে কৃত্রিম বৃষ্টি নামানো সম্ভব। আগামী ২০-২১ নভেম্বর দিল্লিতে তেমন পরিস্থিতি তৈরি হতে পারে, জানিয়েছেন আবহাওয়াবিদরা। সেক্ষেত্রে চলতি মাসেই কৃত্রিম বৃষ্টিপাত করাবেন বিজ্ঞানীরা। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে কনট প্লেসে পড়ে থাকা ২৩ কোটি টাকা দামের স্মোগ গানটিকে সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি প্রশাসন। পরিবেশমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দিল্লির ব্যস্ত কনট প্লেস এলাকায় বন্ধ থাকা স্মগ টাওয়ার ফের চালু করা হয়েছে।

কেবল দিল্লি নয় গোটা ভারতে বায়ু দূষণ নিয়ে ভয়াবহ চিত্র দেখালো নাসা 
কেবল দিল্লি নয় গোটা ভারতে বায়ু দূষণ নিয়ে ভয়াবহ চিত্র দেখালো নাসা 

উল্লেখ্য, দিল্লি দূষণ নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। আদালত আগেই হুঁশিয়ারি দিয়েছিল, দিল্লির দূষণ নিয়ে রাজনৈতিক লড়াই চলতে পারে না, মানুষের স্বাস্থ্যকে খুন করা হচ্ছে। পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মতো রাজ্যগুলিতে শস্যের গোড়া পোড়ানো নিয়ে চরম হুঁশিয়ারি দেন শীর্ষ আদালতের বিচারপতিরা। অবিলম্বে এই কাজ বন্ধ করার নির্দেশ দেয় আদালত। এছাড়াও দীপাবলিতে বাজি না ফাটানোর কথা বলে সুপ্রিম কোর্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File