আবহাওয়া

West Bengal Weather News | রবিবার রাত থেকে আরও কমবে তাপমাত্রা! তবে নভেম্বরের শুরুতে ফের বদল আবহাওয়ায়!

West Bengal Weather News | রবিবার রাত থেকে আরও কমবে তাপমাত্রা! তবে নভেম্বরের শুরুতে ফের বদল আবহাওয়ায়!
Key Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, রবিবার রাত থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বঙ্গে। তবে নভেম্বর মাসের শুরুতেই বদলাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া। বাড়তে পারে তাপমাত্রার পারদ।

দুর্গাপুজো কেটে গতকাল কাটলো লক্ষ্মীপুজো, আর যত কালী পুজো বা দিওয়ালি সামনে আসছে ততই কমছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, আজ, ২৯সে অক্টোবর, রবিবার রাত থেকে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal) সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত বদলাবে বলেই খবর।

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News), আগামীকাল, নতুন সপ্তাহ থেকে ফের আবহাওয়া বদলাবে। রবিবার রাত থেকে আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া শুষ্কই থাকবে। পূর্বাভাস বলছে, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, ধীরে ধীরে দক্ষিণবঙ্গে ক্রমশ প্রভাব বিস্তার করছে উত্তর-পশ্চিম ও উত্তুরে হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শীতল উত্তুরে হাওয়ায় জেলায় জেলায় শীতের আমেজ অনুভব হচ্ছে।আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ ক্রমশ বাড়বে।

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) বলছে, আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক থাকবে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ সহ কলকাতায়। আগামী কয়েকদিন শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এমনকি পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal) আপডেট অনুযায়ী, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বিশেষ করে রাতের তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ায় শীতের আমেজ ক্রমশই বাড়তে থাকবে।

তবে নভেম্বরের শুরুতে পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) কিছুটা হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। নয়া মাসের শুরুতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। হেমন্তের পরিবেশে তাপমাত্রা থিতু হতে বেশ কিছুটা সময় লাগবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামিকাল সোমবার আবহাওয়া শুষ্কই থাকবে বাংলায়। এরপর ২রা নভেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশে ঝলমলে রোদের দেখা মিলবে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ, বিশেষ করে গাঙ্গেও পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পরে পারদ ফের কিছুটা বাড়বে। ফলে আবহাওয়ার অস্থির মনোভাবে স্বাস্থ্যের উপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সর্দি, জ্বরে ভোগান্তি বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

অন্যদিকে, উত্তরের আবহাওয়াও আগামী কয়েকদিন মোটের ওপর শুষ্কই থাকবে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এরপর আগামী কয়েকদিনও উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই উত্তরবঙ্গে শীতের আমেজ অনেকাংশে বেড়েছে। পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, শুকনো বাতাসে জলীয়বাষ্প কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত থাকবে শীতের আমেজ।

প্রসঙ্গত, পশ্চিমী ঝঞ্ঝার জেরে দ্রুত উত্তর-পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশ বাদ দিয়ে উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে। কেরালা, মাহে, তামিলনাডু, পণ্ডিচেরিতে রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।


Mrinal Sen | তাঁর ছবিতে বার বার ফুটে উঠেছে নিম্নবিত্ত-মধ্যবিত্ত শ্রেণির সংগ্রাম! বাংলা চলচিত্র জগতে নতুন ধারার প্রবর্তন করেন কিংবদন্তি মৃণাল সেন!
Router WiFi | রাউটার হ্যাক হয়ে হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি! সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা CERT-IN! WiFi সুরক্ষিত রাখতে কী করবেন?
Mother’s Day | যত্ন নিন মায়ের স্বাস্থ্যের! জানুন মায়েদের জন্য রয়েছে কী কী স্বাস্থ্যবিমা এবং ৫০ পেরোলেই করাবেন কোন স্বাস্থ্য পরীক্ষা!
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali