West Bengal Weather | দীপাবলি কাটতে না কাটতেই ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! ভাইফোঁটা মাটি করবে বৃষ্টি?
দীপাবলি ২০২৩ তে বৃষ্টি না হলেও, ভাইফোঁটায় বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, বুধবার থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
দীপাবলি ২০২৩ (Diwali 2023) এ গোটা বঙ্গ তথা দেশ উৎসবের মেজাজে। সামনেই আবার ভাইফোঁটা। কালীপুজো-দীপাবলি বৃষ্টি মাটি না করলেও ভাইফোঁটার প্ল্যানে জলপড়তে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। উৎসবের আমেজে চলতি সপ্তাহেই কাঁটা হয়ে দাঁড়াতে পারে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ফের বদলাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে ভাইফোঁটার দিন থেকেই দক্ষিণবঙ্গে শুরু হতে পারে বৃষ্টি।
পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, খুব শিগগির বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। যার ফলে চলতি সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। আইএমডি বলছে, ১৩ই নভেম্বর, আজ আন্দামান সাগরে নিম্নচাপের ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যা আগামীকাল ১৪ই নভেম্বর নিম্মচাপ তৈরি করতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এরফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তামিলনাড়ু, কেরল, লাক্ষাদ্বীপে। এছাড়াও বঙ্গোপসাগরের উত্তর পূর্বের হাওয়া পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)র সঙ্গে দক্ষিণভারতেও প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য, এদিকে ভাইফোঁটা রয়েছে ১৪ ও ১৫ নভেম্বর। সেই দিনই নিম্মচাপ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার কথা। পরে যা ১৬ই নভেম্বর গভীর নিম্নচাপে পরিণত হবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া :
পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, আজ ও আগামীকাল অর্থাৎ ১৩ ও ১৪ নভেম্বর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বর্ষণের সম্ভাবনা নেই। এই দুদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল হবে। রাজ্য জুড়ে আবহাওয়ায় এখন হালকা ঠান্ডার আমেজ রয়েছে। তবে পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের আবহাওয়ায়। ভাইফোঁটার সময়ই থাকছে বৃষ্টির সম্ভাবনা। বস্তুত আবহবিদেরা জানিয়ে দিয়েছেন, তিন দিনের বৃষ্টির পর কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা।
কলকাতার আবহাওয়া :
অন্যদিকে, কলকাতার আবহাওয়া মূলত ভরা হেমন্তে সোম-মঙ্গলবার শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই এই দুদিন। তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে, আর সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দুপুরের দিকে এই তাপমাত্রা বেড়ে ৩০ ডিগ্রির কাছাকাছি থাকবে। বুধবার থেকে শুক্রবার বৃষ্টি হলেও তাপমাত্রার হেরফের হবে না বিশেষ। তবে তার পরের দু’দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা।
উত্তরবঙ্গের আবহাওয়া :
সোম ও মঙ্গবার অর্থাৎ ১৩ ও ১৪ তারিখ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বর্ষণের সেভাবে সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের মতো উত্তরেও আবহাওয়া থাকবে শুষ্ক। উত্তরের পার্বত্য জেলাগুলিতে শুরু হয়ে গিয়েছে পর্যটনের আদর্শ মরশুম। পর্যটকদের জন্য সুখবর, আপাতত তেমন বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং, কালিম্পংয়ে। শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে উত্তরের জেলাগুলিতে। আর সেই সঙ্গে ঝলমলে হবে আবহাওয়া।
কবে কোথায় বৃষ্টির পূর্বাভাস?
দীপাবলি ২০২৩ (Diwali 2023) কাটতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গে। কালীপূজো ভালোয় ভালোয় কাটলেও এখনও ভাইফোঁটা, কার্তিকপুজো, জগদ্ধাত্রীপুজো বাকি। বুধবার ভ্রাতৃদ্বিতীয়া। আর জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী রবিবার।তবে এরই মধ্যে পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে ভাইফোঁটার দিন থেকেই দক্ষিণবঙ্গে শুরু হতে পারে বৃষ্টি। জানা গিয়েছে, বুধবার বৃষ্টি হতে পারে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। তবে বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের মোট ন’টি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর। এই ন’টি জেলা হল কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া।
বৃহস্পতি ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গে শীতের আমেজ রয়েছে পুরদস্তুর। উত্তরের জেলাতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। হাওয়া দফতর সতর্কবার্তায় জানিয়েছে, শনিবার সকাল থেকে সামান্য বদলাতে পারে বঙ্গের আবহাওয়ার হালচাল। উল্লেখ্য, ভাইফোঁটা, কার্তিকপুজো, জগদ্ধাত্রীপুজো ছাড়াও ১৬ই নভেম্বর রয়েছে ইডেনে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ম্যাচ। ফলে সেই ম্যাচে বৃষ্টি প্রভাব ফেলতে পারে কি না, তা নিয়েও রয়েছে জল্পনা।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- শহর কলকাতা
- দক্ষিণবঙ্গ
- উত্তরবঙ্গ
- বঙ্গোপসাগর
- ভাইফোঁটা
- দীপাবলি ২০২৩
- রাজ্য