West Bengal Weather Report | মহানবমীর প্ল্যানে জল? ঘূর্ণিঝড় ‘হামুন’র প্রভাবে বৃষ্টি কলকাতা-সহ বেশ কয়েক জেলায়! কতক্ষণ চলবে বৃষ্টি?

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’। এর প্রভাবেই ভেস্তে যেতে পারে দুর্গা পূজা প্যান্ডেল হপিংয়ের প্ল্যান। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, নবমী-দশমী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ বেশ কয়েক জেলায়। তবে বেলা থেকে উন্নত হবে পশ্চিমবঙ্গের আবহাওয়া।


আজ, ২৩ সে অক্টোবর দুর্গাপুজো ২০২৩ এর মহানবমী। অর্থাৎ দুর্গা পূজা উদযাপন (Durga Puja Celebration)-র শেষ পর্যায়। আগামীকাল, দশমীতে ফিরে যাবেন মা দূর্গা। মহানবমীতে বিকেল থেকেই দুর্গা পূজা প্যান্ডেল (Durga Puja Pandal) হপিংয়ে বেরিয়ে পড়বেন অসংখ্য বাঙালি-অবাঙালি। অনেকের আবার রয়েছে বাইরে ভুরিভোজের পরিকল্পনাও। কিন্তু দুর্গা পূজা উদযাপন (Durga Puja Celebration) এর এদিন, মহানবমীতে সকল প্ল্যান ভেস্তে দিতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal)!

দুর্গা পূজা প্যান্ডেল হপিং প্ল্যান ভেস্তে দিতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া
দুর্গা পূজা প্যান্ডেল হপিং প্ল্যান ভেস্তে দিতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, দুর্গাপুজোর শেষে আবহাওয়া ব্যাঘাত ঘটাতে পারে। আজ, সোমবার অর্থাৎ নবমী থেকেই তার প্রভাবে ঝড়বৃষ্টি শুরু হতে পারে উৎসবমুখর বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা ঘূর্ণিঝড়ের আকার নেবে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘হামুন’। এই নামকরণ করেছে ইরান (Iran)। জানা গিয়েছে ‘হামুন’ উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের ফলে রাজ্যের উপকূল অঞ্চলে শুরু হতে পারে বৃষ্টি। সঙ্গে বইবে হালকা ঝোড়ো হাওয়া। বিশেষত সুন্দরবন এলাকায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়ার আশঙ্কা রয়েছে। নবমী থেকে একাদশী পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তাঁদের সোমবার রাতের মধ্যেই তীরে ফিরে আসতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

Trending Updates

এই আবহে সকলেরই প্রশ্ন, দুর্গা পূজা প্যান্ডেল (Durga Puja Pandal) হপিং কি করতে পারবেন সকলে? নাকি মহানবমী কাটাতে হবে ঘরের মধ্যে বসে? পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) বলছে,পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি ইতিমধ্যেই শহর কলকাতা ও কলকাতা সংলগ্ন বেশ কিছু এলাকায় শুরু হয়েছে বৃষ্টি।

  পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট নবমী থেকেই ঝড়বৃষ্টি শুরু হতে পারে উৎসবমুখর বাংলায়  
  পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট নবমী থেকেই ঝড়বৃষ্টি শুরু হতে পারে উৎসবমুখর বাংলায়  

তবে এক থেকে দুই ঘণ্টা চলবে বৃষ্টি। এদিন মূলত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি- কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। কেবল মহানবমীতেই নয়, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে সোম ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে নবমী ও দশমীতে। মূলত দশমীতে ‘রেনি ডে’ পরিস্থিতি হতে পারে কয়েক জেলায়। বেশি বৃষ্টি হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। একাদশীর দিন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দিনের বেলায় পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal) খুব ভালো না থাকলেও তা বেলা থেকে উন্নত হবে। তবে ২৭ সে অক্টোবর, শুক্রবার পুজো কার্নিভালের দিন কলকাতায় পরিষ্কার আকাশ ও মনোরম পরিবেশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই ওইদিন। উত্তরবঙ্গের আবহাওয়া এই কদিন শুষ্ক থাকবে।

 বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে
 বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে

হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়। এরপর উত্তর-পশ্চিম দিক ছেড়ে এটি ক্রমশ বাঁক নিয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে এগোবে। বুধবার সন্ধে নাগাদ খেপুপাড়া ও চট্টগ্রামের মাঝামাঝি স্থলভাগে হামুন প্রবেশ করবে গভীর নিম্নচাপ হিসেবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File