ফের বঙ্গে চোখ রাঙাচ্ছে করোনা, একধাক্কায় বেশ খানিকটা বাড়ল সংক্রমণ

Thursday, December 21 2023, 2:33 pm
ফের বঙ্গে চোখ রাঙাচ্ছে করোনা, একধাক্কায় বেশ খানিকটা বাড়ল সংক্রমণ
highlightKey Highlights

রাজ্যের কোভিড গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। একধাক্কায় বেশ খানিকটা বাড়ল করোনার সংক্রমণ।


করোনা সংক্রমণ  নিম্নমুখী হতে থাকার ফলে বিধিনিষেধ সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে তবে বর্তমানে ফের বাড়ল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০ জন। তবে ধারা বজায় রেখে এখনও পর্যন্ত কোভিড এর জেরে কারোর মৃত্যু হয়নি বাংলায়।

কোভিড সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী! উদ্বেগ বাড়াচ্ছে সাধারণ মানুষের জীবনে

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪০ জনের শরীরে করোনা সংক্রমণ হদিশ পাওয়া গিয়েছে। যা আগের তুলনায় বেশ খানিকটা বেশি। বর্তমানে পজিটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৭ হাজার ৯৪০। তবে ধারা বজায় রেখে এখনও করোনায় মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত ভাইরাস মোট ২১ হাজার ২০০ জনের প্রাণ কেড়েছে। মৃত্যুহার ১.০৫ শতাংশ।

Trending Updates

গত শুক্রবার রাজ্যজুড়ে ১ লক্ষ ৬৩২ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়াও শুরু হয়েছে। বর্তমানে ১৮ ঊর্ধ্ব সকলেই নিতে পারেন প্রিকশন ডোজ। শুক্রবার ২৩ লক্ষ ১৬ হাজার ৯২৫টি প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File