Madhyamik 2025 Result | মাধ্যমিকে ৬৯৬ পেয়ে প্রথম আদৃত সরকার! প্রথম দশে ৬৬ পড়ুয়া! দেখুন পুরো মেধাতালিকা!

Friday, May 2 2025, 9:58 am
highlightKey Highlights

প্রকাশ হলো মাধ্যমিক ২০২৫ এর ফলাফল (Madhyamik Result 2025)। পরীক্ষা শুরুর ৭০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ কলৰ পর্ষদ। মেধাতালিকায় রয়েছে প্রথম দশে রাজ্যের ৬৬ পড়ুয়া। প্রথমস্থানে রয়েছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের আদৃত সরকার, তার প্রাপ্ত নম্বর ৬৯৬ (৯৯.৪৩ শতাংশ)। দ্বিতীয়স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস এবং বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৪ (৯৯.১৪ শতাংশ)। তৃতীয়স্থানে রয়েছে কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী, তার প্রাপ্ত নম্বর ৬৯৩ (৯৯ শতাংশ)।


প্রকাশ হলো মাধ্যমিক ২০২৫ এর ফলাফল (Madhyamik Result 2025)। পরীক্ষা শুরুর ৭০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ কলৰ পর্ষদ। মেধাতালিকায় রয়েছে প্রথম দশে রাজ্যের ৬৬ পড়ুয়া। প্রথমস্থানে রয়েছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের আদৃত সরকার, তার প্রাপ্ত নম্বর ৬৯৬ (৯৯.৪৩ শতাংশ)। দ্বিতীয়স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস এবং বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল। তাদের প্রাপ্ত নম্বর  ৬৯৪ (৯৯.১৪ শতাংশ)। তৃতীয়স্থানে রয়েছে কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী, তার প্রাপ্ত নম্বর ৬৯৩ (৯৯ শতাংশ)।

মাধ্যমিক ২০২৫ এর প্রথম দশের তালিকা । List of the top ten of Madhyamik 2025 : 

Trending Updates

 চতুর্থ ।  প্রাপ্ত নম্বর ৬৯২ (৯৯.৮৬ শতাংশ) 

  • মহম্মদ সেলিম (পূর্ব বর্ধমান নীরোল হাইস্কুল),
  • সুপ্রতীক মান্না (কাঁথি ইনস্টিটিউশন)।

পঞ্চম  ।৬৯১ (৯৮.৭১ শতাংশ)

  • সিঞ্চন নন্দী (গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন), 
  • চৌধুরী মহম্মদ আসিফ (কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল), 
  • বিশ্বজিৎ ঘোষ (ইটাচুনা শ্রীনারায়ণ ইনস্টিটিউশন), 
  • সৌমিত্র করণ (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)। 

ষষ্ঠ । ৬৯০ (৯৮.৫৭ শতাংশ)

  • অঞ্চ দে (ফালাকাটা হাইস্কুল), 
  • জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায়  (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল),
  •  রুদ্রনীল মানসাট (বাঁকুড়া গোরাসোল মুরলীধর হাইস্কুল),
  •  অঙ্কন মণ্ডল (টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল), 
  • অভ্রদীপ মণ্ডল (সারদা বিদ্যাপীঠ হাইস্কুল)।

সপ্তম । প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩ শতাংশ)

  • দেবার্ঘ্য দাস (ফালাকাটা হাইস্কুল), 
  • অঙ্কন বসাক (গঙ্গারামপুর হাইস্কুল), 
  • অরিত্র দে (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল), 
  • দেবাদ্রিতা চক্রবর্তী (বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল), 
  • সৌরীন রায় (অমরাগড় হাইস্কুল)।  

অষ্টম । প্রাপ্ত নম্বর  ৬৮৮ (৯৮.২৯ শতাংশ)

  • অনির্বাণ দেবনাথ (তুফানগঞ্জ নৃপেন্দ্রনাথ নারায়ণ মেমোরিয়াল হাইস্কুল), 
  • সত্যম সাহা (রায়গঞ্জ হাইস্কুল), 
  • আসিফ মেহবুব (মালদহ জৈনপুর হাইস্কুল), 
  • মহম্মদ ইনজামুল হক (মালদহ টার্গেট পয়েন্ট স্কুল),
  •  সৃজন প্রামাণিক (রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির),
  •  অরিত্র সাহা (রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির),
  •  শুভ্র সিনহা মহাপাত্র (বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল), 
  • অরিজিৎ মণ্ডল (রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন), 
  • স্পন্দন মৌলিক (রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন), 
  • সৃজনী ঘোষ (নবনালন্দা, শান্তিনিকেতন), 
  • পাপড়ি মণ্ডল (বর্ধমান বিদ্যার্থীভবন গার্লস হাইস্কুল), 
  • সৌপ্তিক মুখোপাধ্যায় (বাঁকুড়া কংসাবতী শিশু বিদ্যালয়),
  •  উদিতা রায় (বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ), 
  • অরিত্র সাঁতরা (মনসুখা লক্ষ্মীনারায়ণ হাইস্কুল), 
  • পুষ্পক রত্নম (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়),
  •  অবন্তিকা রায় (কলকাতা রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস হাইস্কুল)।  

নবম । ৬৮৭ (৯৮.১৪ শতাংশ)

  •  দেবাঙ্কন দাস (তুফানগঞ্জ নৃপেন্দ্রনাথ নারায়ণ মেমোরিয়াল হাইস্কুল), 
  • মৃন্ময় বসাক (কালিয়াগঞ্জ সরলাসুন্দরী হাইস্কুল), 
  • অরিত্র মণ্ডল (বালুরঘাট হাইস্কুল), 
  • দিশা ঘোষ (দুবরাজপুর শ্রী শ্রী সারদাশ্বরী বিদ্যামন্দির), 
  • ময়ূখ বসু (পূর্ব বর্ধমান কাঁকুড়িয়া দেশবন্ধু হাইস্কুল), 
  • অয়ন নাগ (কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস), 
  • অঙ্কুশ জানা (বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি), 
  • দ্যুতিময় মণ্ডল (বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন), 
  • ঐশিক জানা (কাঁথি মডেল ইনস্টিটিউশন), 
  • প্রজ্জ্বল দাস (শান্তিপুর মিউনিসিপাল হাইস্কুল), 
  • অনীশ দাস (প্রফুল্লনগর বিদ্যামন্দির), 
  • তানায়া সুলতানা (জঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়), 
  • পরমব্রত মণ্ডল (বর্ধমান মিউনিসিপাল হাইস্কুল)। 

দশম । ৬৮৬ ( ৯৮ শতাংশ)

  • কৌস্তভ সরকার (রায়গঞ্জ করোনেশন হাইস্কুল),
  •  আমিনা বানু (মালদহ মোজ্জমপুর গার্লস হাইস্কুল),
  •  উবা সাদাক (মালদহ সুজাপুর হাইস্কুল),
  •  তুহিন হালদার (বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল), 
  • দেবায়ন ঘোষ (বীরভূম কটাশপুর হাইস্কুল), 
  • শেখ আরিফ মণ্ডল (বীরভূম গিরিজ সাঁওতাল হাইস্কুল), 
  • সম্যক দাস (নবনালন্দা, শান্তিনিকেতন),
  •  স্বাগতা সরকার (কাশেমনগর গার্লস হাইস্কুল),
  •  অয়ন্তিকা সামন্ত (হুগলি চিলাডাঙি রবীন্দ্র বিদ্যাবীথি), 
  • সমন্বয় দাস (তমলুক হ্যামিলটন হাইস্কুল), 
  • বিশ্রুত সামন্ত (ধন্যশ্রী কে সি হাইস্কুল), 
  • সায়ন বেজ (পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন), 
  • সোহম সাঁতরা (মহিষাদল রাজ হাইস্কুল), 
  • শৌভিক দিন্দা (সুন্দরবন আদর্শ বিদ্যাপীঠ),
  •  রাহুল ঋকতিয়াজ (মাজিলপুর জে এন ট্রেনিং স্কুল)। 

মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam 2025) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন! আগামীদিনে তোমরা আরো সফল হবে – এই প্রত্যাশা আমি রাখি। তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে, আমি তোমাদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁদের সমর্থন ও পথনির্দেশই তোমাদের এই সাফল্যকে সম্ভব করে তুলেছে। যারা আজ ভালো ফল করতে পারোনি তাদের বলব: হতাশ হয়ো না। চেষ্টা করো। আগামীদিনে সাফল্য আসবেই।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File