পরিবহন

কেবলমাত্র ১৮ জন কর্মী নিয়েই যাত্রা শুরু করতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশন

কেবলমাত্র ১৮ জন কর্মী নিয়েই যাত্রা শুরু করতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশন
Key Highlights

যাত্রীদের সুবিধার্থে ভিড় কমাতে সদ্য উদ্বোধন হওয়া শিয়ালদহ মেট্রো স্টেশনে মোট ২৯টি টিকিট কাউন্টারের ব্যবস্থা রাখা হয়েছে।

বৃহস্পতিবার থেকে সাধারণ যাত্রীদের জন্য খুলে গেল শিয়ালদহ স্টেশনের দরজা। কিন্তু বর্তমানে সেখানে সব মিলিয়ে কর্মী সংখ্যা মাত্র ১৮ জন। অর্থাৎ স্টেশনের দরজা খোলা-বন্ধ করা, স্টেশন পরিচালনা, টিকিট কাউন্টার, প্যানেল সামলানো-সহ সম্পূর্ণ স্টেশনের দায়িত্ব ১৮ জন কর্মীর কাঁধেই ন্যস্ত রয়েছে।

এত কম সংখ্যক কর্মী নিয়ে কীভাবে স্টেশনের হাজারো ঝক্কি সামলানো সম্ভব? সেই নিয়ে উঠছে প্রশ্ন

ব্যস্ত সময়ে যাত্রীদের ভিড় ও স্টেশনের হাজারো ঝক্কি কী ভাবে সামলাবেন ওই গুটিকয় কর্মী? সম্ভাব্য অতিব্যস্ত স্টেশন সামলানোর গুরুদায়িত্বে রয়েছেন মাত্র ১৮ জন মেট্রোকর্মী। ভবিষ্যতে যাত্রীদের ভিড় উপচে পড়তে পারে, সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই শিয়ালদহ স্টেশনের উত্তর ও দক্ষিণ প্রান্ত মিলিয়ে মোট ২৯টি টিকিট কাউন্টার তৈরি করা হয়েছে। শহরতলির ট্রেন থেকে নেমে মেট্রোয় উঠতে চাওয়া যাত্রীদের বেশির ভাগই নতুন হবেন বলে অনুমান। তাই তাঁদের মেট্রোর ব্যবস্থার সঙ্গে সড়গড় করে তুলতে স্টেশনে পর্যাপ্ত কর্মীর প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অনেকেই। সেখানে মাত্র ১৮ জনের পক্ষে কী করে সবটা সামলানো সম্ভব হবে, সেই প্রশ্ন উঠছে।

যদিও মেট্রো কর্তাদের ব্যাখ্যা, ভবিষ্যতে ভিড়ের কথা ভেবেই স্টেশন চত্বরে থাকছে ৫৩টি সিসি ক্যামেরা। এ ছাড়া রেল এবং অন্য স্টেশন থেকে বাড়তি কর্মীর ব্যবস্থা করা হচ্ছে বলে খবর। স্টেশন চত্বরে থাকছে ৪৫০ টন ক্ষমতাসম্পন্ন বাতানুকূল যন্ত্রও। এই প্রসঙ্গে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, শিয়ালদহ স্টেশনে যাত্রীদের জন্য স্বয়ংক্রিয় টোকেন এবং ৫টি স্মার্ট কার্ড ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। ফলে টিকিট কাউন্টার কম খুললেও টিকিট কাটতে যাত্রীদের বেশি ভোগান্তি হবে না বলেই আশ্বস্ত করছেন মেট্রো আধিকারিকেরা।


Maoists | ‘অভিযান বন্ধ করুন, আমরা যুদ্ধবিরতিতে রাজি’! শান্তি আলোচনায় বসতে চায় মাওবাদীরা!
Siliguri Murder | বন্ধুদের সাথে বিরিয়ানি খেতে গিয়েছিল, শিলিগুড়ির জঙ্গলে মিললো নবম শ্রেণির ছাত্রীর মৃতদেহ !
EPFO | লাভবান হবে ৭ কোটি মানুষ! ASACর মাধ্যমে এবার থেকে তোলা যাবে ৫ লক্ষ টাকা!
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
Nirmala Sitharaman: জন্মদিনে জানুন অর্থমন্ত্রী নির্মলা সীতারামানের অজানা কাহিনী!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla