কাল থেকে টানা ঝড়জলের সম্ভাবনা রয়েছে, রাজ্যের ৩ জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস

Monday, May 23 2022, 11:36 am
highlightKey Highlights

রাজ্যে আগামী কয়েকদিন টানা বৃষ্টি হবে। বজ্রবিদ্যৎ-সহ বৃষ্টিও হতে পারে। বাংলার কম-বেশি সব জেলাই ভিজবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বইতে পারে। টানা ঝড়বৃষ্টি চলবে কয়েকদিন।

চলতি মরশুমে রাজ্যে বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর হতে পারে, কী বলছে আবহাওয়া দফতর

আলিপুর আবহওয়া দফতর জানাচ্ছে, শনিবার থেকে বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, নদিয়া-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় এবং বৃষ্টি হবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

Trending Updates

উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি চলবে। সেখানে আগামী কয়েকদিন পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। সেখানকার পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছ। আজ, বিকেল অথবা সন্ধের পর ঝাড়গ্রাম জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ, বিকেল অথবা সন্ধের পর ঝাড়গ্রাম জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকবে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File