রাজ্য সরকার

বিধিনিষেধের মেয়াদ বাড়ল ৩১শে জানুয়ারি পর্যন্ত, সুরক্ষা-বিধি শিথিল করল রাজ্য প্রশাসন

বিধিনিষেধের মেয়াদ বাড়ল ৩১শে জানুয়ারি পর্যন্ত, সুরক্ষা-বিধি শিথিল করল রাজ্য প্রশাসন
Key Highlights

অতিমারির জেরে রাজ্য সরকার প্রথমে ১৫ই জানুয়ারি পর্যন্ত কড়া বিধিনিষেধ আরোপ করার কথা জানিয়েছিল। গত শনিবার ফের সেই মেয়াদ ৩১শে জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল। তবে ছাড় দেওয়া হল বিয়েবাড়ি ও মেলার ক্ষেত্রে।

 'ওমিক্রন' বিপর্যয় রুখতে বর্তমানে বিধিনিষেধ অব্যাহত রাখার সুপারিশ করেছে রাজ্য সরকার। তবে প্রয়োজন অনুসারে শিথিলকরণের অনুমতি দেওয়া হয়েছে। তেমনই বর্তমানে দুটি ক্ষেত্রে রাজ্য সরকার ছাড় দিয়ে কিছু শর্ত আরোপ করেছে। জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। 

শর্তসাপেক্ষে কিছু ক্ষেত্রে ছাড় দিল রাজ্য প্রশাসন

বিধিনিষেধের ক্ষেত্রে বাড়তি কিছু ছাড় দেওয়া হয়েছে। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,

  • বিয়েবাড়ি বা বিয়ে সংক্রান্ত অনুষ্ঠানে একই সময়ে সর্বোচ্চ ২০০ জন কিংবা অনুষ্ঠান স্থলের মোট আসন সংখ্যার অর্ধেকের মধ্যে যেটা কম, সেই সংখ্যক মানুষ উপস্থিত থাকতে পারবেন।
  • খোলা আকাশের নিচে মেলার আয়োজন করা যাবে। কিন্তু সেক্ষেত্রে কঠোর ভাবে করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে।
  • স্কুল, কলেজ বন্ধই থাকছে। জিম, সুইমিং পুল, সেলুন সম্পূর্ণ বন্ধ থাকবে।
  • অর্ধেক হাজিরা নিয়ে চলবে সরকারি অফিস। তবে আগের দেওয়া ছাড় বজায় রেখে ৫০ শতাংশ ক্রেতা নিয়ে খোলা থাকবে সেলুন।
  • ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাত ১০টা পর্যন্ত লোকাল ট্রেন চলাচল করবে।
  • নাইট কারফিউ এবং নৈশ বিধিনিষেধের সময়সীমাও একই থাকছে।

 

সেইসঙ্গে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্য ও হাইজিন প্রোটোকল অবশ্যই মেনে চলতে হবে। উপরিউক্ত এই নিয়মগুলি সর্বদা অনুসরণ করে চলতে হবে। জেলা প্রশাসন, পুলিশ কমিশনারেট এবং স্থানীয় কর্তৃপক্ষ কঠোরভাবে অনুশাসনের মধ্যে রাখবে গোটা পরিস্থিতি। 


Uttar Pradesh । উত্তরপ্রদেশের সম্ভলে মন্দির মসজিদ বিবাদ, সার্ভে করতে গিয়ে আক্রান্ত ৩০ জন পুলিশ, নিহত ৩
IPL Auction 2025 । চমকের পর চমক ! মাত্র ২ কোটিতেও দল পেলেন না ওয়ার্নার, দ্বিতীয়বার মেগা নিলামে নাম লেখালেন আর্শদ্বীপ
RG Kar | আদালতে আসাই বন্ধ সঞ্জয় রায়ের! জেলে বসে ভার্চুয়াল শুনানিতে হাজির থাকবেন আরজিকরের অভিযুক্ত! মুখ বন্ধের নয়া অস্ত্র?
Mohun Bagan vs Jamshedpur FC । ড্র থেকে কামব্যাক সবুজ মেরুনের, জামশেদপুরের বিরুদ্ধে ৩:০ ব্যবধানে জয় পেল মোহনবাগান
India vs Australia । "বুমরাহর বুমেরাং " ! পার্থে প্রথম টেস্টে টানটান উত্তেজনা, বুমরাহ ম্যাজিকে দুর্দান্ত কামব্যাক টিম ইন্ডিয়ার
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo