রাজ্যপাল

Governor Dr CV Ananda Bose | নয়া রাজ্যপালকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানালেন রাজ্য সরকার

Governor Dr CV Ananda Bose | নয়া রাজ্যপালকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানালেন রাজ্য সরকার
Key Highlights

“বাংলার সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। বিশেষ করে কলকাতার সঙ্গে। রাজনৈতিকভাবে সক্রিয় রাজ্যে আমিও সক্রিয় রাজ্যপাল হিসাবে কাজ করতে আগ্রহী” : রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস

৭১ বছর বয়সী ডঃ সি ভি আনন্দ বোস, পশ্চিমবঙ্গের ২২ তম রাজ্যপাল, আজ সকালে নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। রাজ্য মন্ত্রিসভার তরফে বিমানবন্দরেই তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। তিনি ১৯৯৭ সালের ব্যাচের অবসরপ্রাপ্ত ভারতীয় প্রশাসনিক পরিষেবা অফিসার তথা প্রাক্তন মেঘালয় সরকারের উপদেষ্টা ছিলেন। জানা যাচ্ছে, আগামী ২৩শে নভেম্বর ২০২২, বুধবার তিনি পশ্চিমবঙ্গের ২২ তম রাজ্যপাল হিসেবে শপথগ্রহণ করবেন।

রাজ্যের নয়া রাজ্যপাল তাঁর অতীত কর্ম জীবনে ভারতের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। শুধু তাই নয়, কেরলের জেলাশাসক, মুখ্যমন্ত্রীর সচিব, কেরল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্বও পালন করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসের তিনটি ভাষায় ওপর (ইংরেজি, হিন্দি ও মালয়ালম) দক্ষতা রয়েছে। তিনি প্রায় ৪০টি বইয়ের রচয়িতা। তিনি শিক্ষাজীবনে ১৫টি স্বর্ণপদকসহ তিনি ১০০টির বেশি পদক লাভ করেন। পাশাপাশি তিনি এখনও পর্যন্ত তাঁর কর্মজীবনে মোট ২৯টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তিনি ১৯৫১ সালের ২ জানুয়ারি কেরলের কোট্টায়মে জন্মগ্রহণ করেন।

আজ সকালে দমদম বিমানবন্দরে রাজ্যের নয়া রাজ্যপালকে স্বাগত জানাত উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী- শশী পাঁজা ও ফিরহাদ হাকিম। এনারা ছাড়াও ছিলেন ডিজিপি মনোজ মালব্য, কলকাতার নগরপাল বিনীত গোয়েল ও মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। সূত্রের খবর, মন্ত্রিসভার সদস্যদের আলাপচারিতা পর শপথগ্রহণ সময় নির্ধারিত হতে পারে।

The President of India is pleased to appoint Dr. C V Ananda Bose as the regular Governor of West Bengal.

The Press Communique said

গত ১৭ই নভেম্বর, রাষ্ট্রপতি ভবন থেকে বাংলার নতুন রাজ‌্যপাল হিসাবে তাঁর নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমান উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একপ্রকার সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, টুইট যুদ্ধ থেকে শুরু করে যা গড়িয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পর্যন্ত। ২০১৯-২০২২ সাল পর্যন্ত জগদীপ ধনকড় রাজ্যের ২১ তম স্থায়ী রাজ্যপাল হিসেবে কর্মরত ছিলেন।.


Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজের দোতলায় আগুন! আতঙ্কে রোগী ও রোগীর পরিজনরা
IPL Auction 2025 । চমকের পর চমক ! মাত্র ২ কোটিতেও দল পেলেন না ওয়ার্নার, দ্বিতীয়বার মেগা নিলামে নাম লেখালেন আর্শদ্বীপ
IPL Auction 2025 | আইপিএল ২০২৫র নিলামে রেকর্ড ঋষভ পন্থের! ২৭ কোটিতে কিনলো লখনউ
RG Kar | আদালতে আসাই বন্ধ সঞ্জয় রায়ের! জেলে বসে ভার্চুয়াল শুনানিতে হাজির থাকবেন আরজিকরের অভিযুক্ত! মুখ বন্ধের নয়া অস্ত্র?
Virat Kohli | 'কিং' ইজ ব্যাক! ৩০তম টেস্ট সেঞ্চুরি করে নিন্দুকদের চুপ করিয়ে দিলেন বিরাট কোহলি
Mohun Bagan vs Jamshedpur FC । ড্র থেকে কামব্যাক সবুজ মেরুনের, জামশেদপুরের বিরুদ্ধে ৩:০ ব্যবধানে জয় পেল মোহনবাগান
Maa Sarada | মা সরদার ১১৭তম জন্মবার্ষিকীতে পড়ুন সারদা দেবীর অমর বাণী এবং জীবনী!