Railway | ট্রেনে ফের প্রাণ হারালেন যাত্রী! বার্থ ভেঙে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের!
Thursday, June 27 2024, 6:07 am
Key Highlightsচলন্ত ট্রেনের বার্থ ভেঙে পড়ে মৃত্যু হল এক যাত্রীর। এই ঘটনাকে কেন্দ্র করে বিবৃতি দেওয়া হয়েছে ভারতীয় রেলওয়ের তরফে।
চলন্ত ট্রেনের বার্থ ভেঙে পড়ে মৃত্যু হল এক যাত্রীর। এই ঘটনাকে কেন্দ্র করে বিবৃতি দেওয়া হয়েছে ভারতীয় রেলওয়ের তরফে। জানা গিয়েছে, কেরল থেকে নয়া দিল্লি আসছিলেন আলি খান নামক বছর ৬২-র এক বৃদ্ধ। এরনাকুলাম-হজরত নিজামুদ্দিন মিলেনিয়াম সুপারফাস্ট এক্সপ্রেসে ভ্রম করছিলেন তিনি। লোয়ার বার্থে যখন তিনি শুয়েছিলেন, হঠাৎই তাঁর উপরে ভেঙে পড়ে উপরের বার্থটি। আপার বার্থেও শুয়েছিলেন এক যাত্রী। সঙ্গে সঙ্গেই তাকে হায়দরাবাদে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলেও মৃত্যু হয় তার।
- Related topics -
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক

