WB New Bus Service | পরিবহণ ব্যবস্থা উন্নত করতে চালু হবে ১২টি নতুন রুটে সরকারি বাস পরিষেবা!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

রাজ্যের পরিবহণ ব্যবস্থা উন্নত করতে বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারের। রাজ্যে ১২টি নতুন রুটে বাস পরিষেবা চালু করার উদ্যোগ মুখ্যমন্ত্রীর।


নিজের প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্যের সার্বিক উন্নয়নের পাশাপাশি পরিবহণ ব্যবস্থাও উন্নত করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই কথা রেখেই গোটা পশ্চিমবঙ্গে (West Bengal) ১২টি নতুন রুটে সরকারি বাস পরিষেবা চালু করার উদ্যোগ নিলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)।

পশ্চিমবঙ্গে  ১২টি নতুন রুটে সরকারি বাস পরিষেবা চালু করার উদ্যোগ
পশ্চিমবঙ্গে  ১২টি নতুন রুটে সরকারি বাস পরিষেবা চালু করার উদ্যোগ

সূত্রের খবর, গোটা রাজ্যে আরও নতুন ১২টি রুটে সরকারি বাস চালানোর প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। এমনকি এই নিয়ে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থেই এবং রাজ্যের পরিবহন ব্যবস্থা আরও উন্নত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। 

Trending Updates
 বাস পরিষেবা চালু করার উদ্যোগ  রাজ্য পরিবহণ দফতরের
বাস পরিষেবা চালু করার উদ্যোগ  রাজ্য পরিবহণ দফতরের

প্রসঙ্গত, সম্প্রতি এয়ারপোর্ট-টালিগঞ্জ (Airport-Tollygunge) ও এয়ারপোর্ট-হাওড়া (Airport-Howrah) এই দুই রুটে রাত ১০টার পর বাস চালানোর উদ্যোগ নিয়েছিল রাজ্য পরিবহণ দফতর (State Transport Department) এবং বিধাননগর পুলিশ (Bidhannagar Police)। রাত বাড়লেই এই চত্বরে ক্যাব (Cab) ভাড়া বাড়িয়ে দেন চালকরা। ফলে বেশ সমস্যায় পড়তে হয় আম জনতাকে। এছাড়াও, ইদানিং এয়ারপোর্ট থেকে গত এক বছরে এসি বাসের সংখ্যা যেমন বেড়েছে তেমনই বেড়েছে যাত্রীর সংখ্যাও। যার ফলে  মাঝরাত পর্যন্ত এই রুটে বাস চালানোর জন্য পরিবহণ দফতরের থেকে অনুমতি চাওয়া হয়। যাতে ইতিমধ্যেই মিলেছে সম্মতি। এখন থেকে রাত্রি ১০টার পর এক ঘণ্টার ব্যবধানে এয়ারপোর্ট-টালিগঞ্জ ও এয়ারপোর্ট-হাওড়া এই দুই রুটে বাস পাওয়া যাচ্ছে। এই উদ্যোগের ফলে বেশ অনেকটাই উপকৃত হচ্ছেন হাওড়া (Howrah) এবং দক্ষিণের (South) যাত্রীরা।

 দুই রুটে রাত ১০টার পর বাস চালানোর উদ্যোগ নেয়  রাজ্য পরিবহণ দফতর
 দুই রুটে রাত ১০টার পর বাস চালানোর উদ্যোগ নেয় রাজ্য পরিবহণ দফতর

অন্যদিকে, রাজ্যের পরিবহণ ব্যবস্থা আরও ভালো করতে গোটা রাজ্যে মোট ১২টি নতুন রুটে সরকারি বাস চালানোর উদ্যোগ নিতে চলেছে রাজ্যের পরিবহণ দফতর।  তাৎপর্যপূর্ণভাবে এই ১২টি রুটে সরকারি বাস পরিষেবা চালু হলে জেলার বহু যাত্রী উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে।  রাজ্যের পরিবহণ দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ১২টি নতুন রুটের বাস পরিষেবায় কোন কোন এলাকা থাকছে, তা দেখে নিন এক নজরে।

 ১২টি রুটে সরকারি বাস পরিষেবা চালু হলে জেলার বহু যাত্রী উপকৃত হবেন
 ১২টি রুটে সরকারি বাস পরিষেবা চালু হলে জেলার বহু যাত্রী উপকৃত হবেন
  •  হুগলি জেলার মধ্যে জাঙ্গিপাড়া-শ্রীরামপুর রুট (Jangipara-Shrirampur route within Hooghly District)।
  •  রাজবলহাট- ধর্মতলা ভায়া সীতাপুর রুট (Rajbalhat- Dharmatala Via Sitapur Route)।
  •  ডোমজুড় থেকে ভায়া শলপ হয়ে কলকাতা স্টেশন রুট (Kolkata Station Route via Domjur via Vaya Shalap)।
  • মুন্সিরহাট থেকে ভায়া বাঁকড়া হয়ে হাওড়া  রুট (Munshirhat to Via Bhangra via Howrah Route)।
  • বাঁকুড়া থেকে মালদা রুট (Bankura to Malda Route)।
রাজ্যের পরিবহণ ব্যবস্থা আরও ভালো করতে গোটা রাজ্যে সরকারি বাস পরিষেবা
রাজ্যের পরিবহণ ব্যবস্থা আরও ভালো করতে গোটা রাজ্যে সরকারি বাস পরিষেবা
  • পুরুলিয়া থেকে কৃষ্ণনগর রুট (Purulia to Krishnanagar Route)।
  • দুর্গাপুর থেকে কৃষ্ণনগর রুট (Durgapur to Krishnanagar Route)।
  • দিঘা থেকে খাতড়া হয়ে খড়গপুর রুট (Digha to Khatra via Kharagpur Route)।
  • বাঁকুড়া থেকে মেদিনীপুর হয়ে লালগড় রুট (Bankura to Medinipur via Lalgarh Route)।
  • ক্ষীরগ্রাম থেকে মেমারি হয়ে কলকাতা রুট (Kheergram to Kolkata Route via Memari)।
  • দিঘা থেকে খড়গপুর হয়ে খাতড়া রুট (Khatra Route from Digha via Kharagpur)।
  •  দুর্গাপুর থেকে বোলপুর রুট (Durgapur to Bolpur Route)।
পরিবহণ ব্যবস্থার উন্নয়নেও বিশেষ জোর দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী
পরিবহণ ব্যবস্থার উন্নয়নেও বিশেষ জোর দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) প্রচারকালে রাজ্যের সার্বিক উন্নয়নের পাশাপাশি পরিবহণ ব্যবস্থার উন্নয়নেও বিশেষ জোর দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রতিশ্রুতি রাখতেই রাজ্যের মধ্যে ১২টি নতুন রুটে সরকারি বাস পরিষেবা চালুর উদ্যোগ নিল রাজ্য সরকার। এই নয়া বাস পরিষেবার ফলে কার্যত জেলা এবং শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হয়ে যাবে বলে আশা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File