আগামী সপ্তাহের শুরুতেই ২ দিন ভারত বনধ, রাজ্যকে সচল রাখতে কঠোর সিদ্ধান্ত নিল নবান্ন

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

নরেন্দ্র মোদি সরকারের বিরোধিতায় ভারত বন্‌ধের ডাক দিয়েছে সর্বভারতীয় কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্পভিত্তিক ফেডারেশন সমূহ।


আগামী সোম এবং মঙ্গলবার রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, অফিস এবং আদালত খোলা থাকবে। এই দু’দিন কোনও সরকারি কর্মী ছুটি নিতে পারবেন না। ছুটির আবেদন করলেও তা মঞ্জুর করা হবে না। এই দু’দিন কোনও সরকারি কর্মী অনুপস্থিত থাকলে তাঁর বেতন কাটা যাবে।

বিশেষ কয়েকটি ক্ষেত্রে সরকারি কর্মীদের ছুটি মঞ্জুর করা যেতে পারে, জেনে নেওয়া যাক সেগুলি কী কী

কয়েকটি বিশেষ ক্ষেত্রে সরকারি কর্মীদের ছুটি মঞ্জুর করা যেতে পারে, সেগুলি হল:

Trending Updates
  • যদি কোনও সরকারি কর্মীকে হাসপাতালে ভরতি হতে হয়।
  • কোনও সরকারি কর্মীর পরিবারের কারও কোনও বড় দুর্ঘটনা ঘটে।
  • ২৫ মার্চের আগে থেকে মঙ্গলবার পর্যন্ত কোনও সরকারি কর্মী অসুস্থ থাকেন।
  • যাঁরা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন।
  • ২৫ মার্চের আগে যাঁদের ছুটি মঞ্জুর হয়ে গিয়েছে।



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File