ইডি স্পেশাল ডিরেক্টর

বিরাট দুর্নীতি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে! অ্যাকাউন্টে টাকার লেনদেন নিয়ে বিস্ফোরক মন্তব্য ইডির

বিরাট দুর্নীতি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে! অ্যাকাউন্টে টাকার লেনদেন নিয়ে বিস্ফোরক মন্তব্য ইডির
Key Highlights

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার গভীরে যত যাচ্ছেন তদন্তকারীরা একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে!

করেমানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি পেশ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জেল হেফাজত শেষে আজ বৃহস্পতিবার ফের একবার আদালতে তোলা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে। আর সেই শুনানিতেই চাঞ্চল্যর দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। শুধু তাই নয়, শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট দুর্নীতি হয়েছে বলেও দাবি গোয়েন্দাদের।

এক বিরাট দুর্নীতি কবলে শিক্ষক নিয়োগ, অ্যাকাউন্ট থেকে লেনদেন হয়েছে বেশ মোটা অঙ্কের টাকা

মামলার শুনানিতে এদিন ইডি বলে, বিরাট অঙ্কের টাকা লেনদেন হয়েছে। এমনকি মানিকের জামাই ও ভাইয়ের অ্যাকাউন্টেও মোটা অঙ্কের টাকার লেনদেন হয়েছে বলে বিস্ফোরক দাবি ইডির। এমনকি জামাইয়ের বাবার অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন। ফলে তাঁদের ভূমিকা এই মুহূর্তে স্ক্যানারে রয়েছে বলে দাবি তদন্তকারীদের। শুধু তাই নয়, মানিকের ছেলের ভূমিকাও এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে মানিক এবং তাঁর ছেলের একটি জয়েন্ট অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। তবে সেই অ্যাকায়ন্টটি বিধায়ক নিজেই চালাতেন বলে দাবি ইডির।

এদিন ইডির তরফে স্পষ্ট কিছু অভিযোগ করা হয়েছে। ইডি বলে, এটা একটা বিরাট দুর্নীতি। অযোগ্য চাকরি প্রার্থীদের মোটা অঙ্কের বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে বলেও দাবি তদন্তকারী সংস্থার। তবে এক্ষেত্রে বিশেষ করে অজগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে মানিকের ভূমিকা খতিয়ে দেখার প্রয়োজন আছে বলে দাবি করা হয়েছে। এক্ষেত্রে আরও জেরার কথা এদিন শুনানিতে আইনজীবী মারফৎ জানায় তদন্তকারী সংস্থা। বলে রাখা প্রয়োজন, এদিন আদালতে বেশ কিছু তথ্য তুলে ধরেন ইডির আইনজীবীরা। কতগুলি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানিকের কাছে ঠিক কত টাকা গিয়েছে সেই সংক্রান্ত তথ্যও আদালতের সামনে তুলে ধরা হয়।

ফলে একাধিক ইস্যুতে মানিককে জেলে গিয়ে জেরা করার প্রয়োজন আছে বলে আদালতে সওয়াল করেছেন কেন্দ্রীয় আইনজীবীরা। অন্যদিকে মানিকের তরফে ফের আজ জামিনের আবেদন জানানো হয়। যে কোনও শর্তে মানিকবাবুকে যাতে জামিন দেওয়া হয় সেই আবেদন জানানো হয়েছে। এক্ষেত্রে তাঁর বয়সের কথাও তুলে ধরেন আইনজীবীরা। দীর্ঘক্ষণ এদিন শুনানি চলে। সওয়াল -পালটা সওয়াল চলে দীর্ঘক্ষণ। তবে আপাতত আদালত নির্দেশ স্থগিত রেখেছে বলেই খবর।



AR Rahman | সঙ্গীতশিল্পী এ আর রহমানের বিবাহ বিচ্ছেদ! দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতির ঘোষণা করলেন সায়রা বানু
Jorasanko Murder | কলকাতায় গামছা পেঁচিয়ে প্রকাশ্যে খুন! MG রোডের ফুটপাথ থেকে উদ্ধার দেহ
IND vs SA । পরপর ৩ বার জয়ের মুকুট ভারতের মাথায়, অর্শদীপ বরুন হার্দিক ঝড়ে উড়ে গেলো দক্ষিণ আফ্রিকা
Kolkata Weather Update । আজ সারাদিন কেমন থাকবে শহর কলকাতা আবহাওয়া? দেখে নিন এক নজরে
India vs South Africa T20 । সঞ্জু তিলক ঝড়ে কার্যত উড়ে গেলো প্রোটিয়া শিবির, টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে রানের বর্ষা দুই তরুণ তুর্কির
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download