রাজ্যে এবার কার্যকর হবে দুয়ারে রেশন প্রকল্প, কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করল সুপ্রিমকোর্ট

Monday, November 28 2022, 7:50 pm
highlightKey Highlights

'দুয়ারে রেশন’ প্রকল্প কার্যকর হতে আর কোনও আইনি বাধা নেই। সোমবার দেশের শীর্ষ আদালত এমনই নির্দেশ দিয়েছে। এই প্রকল্প চালুর ঘোষণা করলো রাজ্য সরকার


সোমবার কলকাতা হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এবার থেকে রাজ্যে চলবে ‘দুয়ারে রেশন’ প্রকল্প। রাজ্য সরকারের এই প্রকল্প চালাতে আর কোনও আইনি বাধা নেই। সোমবার এমনই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর অবশেষে রাজ্য সরকার স্বস্তি পেল

খাদ্যের অধিকার আইনের পরিপন্থী হচ্ছে 'দুয়ারে রেশন’ প্রকল্প তাই এই প্রকল্প বন্ধ করার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই নির্দেশ মানতে নারাজ রাজ্যবাসী। হাইকোর্টের দেওয়া নির্দেশের বিরুদ্ধে তাই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দারস্থ হয়। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা অধিবেশনে গিয়ে বলেন, রাজ্যে এই প্রকল্প চালু রাখতে ‘কারও গায়ের জোরের কাছে মাথা নত করব না’। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘মানুষের জন্য দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছিল। মানুষের স্বার্থেই দুয়ারে রেশন চলবে। সরকার কারও গায়ের জোরের কাছে মাথা নত করবে না।’’ তিনি এ-ও বলেছিলেন, ‘‘দরকারে বিধানসভার মাধ্যমে কোর্টকে আবেদন করব। যাতে বিচারের বাণী নীরবে নিভৃতে না কাঁদে।’’ অবশেষে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্বস্তি পেল রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২০২১ সালের ১৬ই নভেম্বর থেকে ‘দুয়ারে রেশন’ প্রকল্প শুরু হয়েছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যবাসীর কাছে এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গতবছর বিধানসভায় বিপুল ভোটে জয় লাভের পর মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় ক্ষমতা লাভের পরই ঘোষণা করেন, এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে এই প্রকল্পের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে রেশন ডিলারদের একাংশ উচ্চ আদালতে মামলা করেন। সেই মামলার জেরেই এই প্রকল্পের আইনি বৈধতা নেই বলে জানিয়েছিল হাই কোর্ট। তবে সোমবার শীর্ষ আদালত সেই রায়ে স্থগিতাদেশ দিল। যার ফলে আপাতত স্বস্তিতে রয়েছে রাজ্য সরকার। আশা করা যাচ্ছে আবার প্রতিশ্রুতি মতো দুয়ারে রেশন প্রকল্প কার্যকর হতে পারে। 





পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File