ক্রাইম

সাঙ্কেতিক চিহ্নের মাধ্যমে কয়লাপাচারের টাকার লেনদেন! আদালতে দাবি সিবিআই আইনজীবীর

সাঙ্কেতিক চিহ্নের মাধ্যমে কয়লাপাচারের টাকার লেনদেন! আদালতে দাবি সিবিআই আইনজীবীর
Key Highlights

ইসিএলের প্রাক্তন ও বর্তমান মিলিয়ে আট ধৃত কর্তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত।

রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলক সংস্থা কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর প্রাক্তন ও বর্তমান মিলিয়ে ধৃত আট কর্তা এবং কর্মীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর দাবি, বিভিন্ন সঙ্কেতের মাধ্যমে কয়লাপাচারের টাকার লেনদেন করতেন তাঁরা।

কী ভাবে চলছিল টাকা লেনদেনের বেআইনি কারবার? ইতিমধ্যেই সেই সংক্রান্ত কিছু তথ্য হাতে এসেছে তদন্তকারীদের

কয়লাপাচার-কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে প্রথমে ইসিএলের আট কর্তা-কর্মীকে গ্রেফতার করে সিবিআই। পাঁচ দিনের সিবিআই হেফাজতে ছিলেন তাঁরা। গত শনিবার ইসিএলের আরও এক প্রাক্তন জেনারেল ম্যানেজার গ্রেফতার হন। সোমবার কলকাতার নিজাম প্যালেস থেকে পাঁচটি গাড়িতে করে ওই আট কর্তা-কর্মীকে আসানসোলে নিয়ে আসা হয়। বেলা ১২টা নাগাদ তাঁদের হাজির করানো হয় আদালতে।

তদন্ত সম্পূর্ণ করার জন্য গ্রেফতার হওয়া আট কর্তা ও কর্মীকে জেলে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান সিবিআই আইনজীবী। সিবিআই আইনজীবী আদালতে দাবি করেন, ইসিএলের আট কর্তাকে জিজ্ঞাসাবাদ করে এখনও পর্যন্ত প্রায় ১০ কোটি টাকার বিষয়-সম্পত্তির হদিস মিলেছে। শুধু তাই নয়, ইসিএলের ওই কর্তা-কর্মীরা ভাউচারের মাধ্যমে টাকাপয়সা লেনদেনের সময় বিভিন্ন সাঙ্কেতিক চিহ্ন ব্যবহার করতেন।

সিবিআইয়ের আরও দাবি করেন, কয়লাপাচার-কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে গ্রেফতার পর তাঁর কাছ থেকে যে সব ডায়েরি এবং ভাউচারের নথি মিলেছে, তার সঙ্গে ইসিএলের ধৃত কর্তাদের দফতর থেকে উদ্ধার হওয়া ভাউচারের মিল রয়েছে। যদিও এই সাঙ্কেতিক চিহ্ন ব্যবহার করে টাকা লেনদেনের তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি। তা সুষ্ঠু ভাবেই সম্পন্ন করতেই ধৃতদের জেল হেফাজতের আবেদন করে সিবিআই।


Kolkata | ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধোর! পুলিশের হাতে গ্রেপ্তার ৩
Messi in Kolkata | পাননি টিকিট? বাড়িতে বসেই দেখতে পাবেন মেসির GOAT ট্যুর! জেনে নিন বিস্তারিত
IndiGo Flight Chaos | বুধেও একগুচ্ছ বিমান বাতিল ইন্ডিগোর, ক্ষমা চেয়ে CEOকে হুমকি বিমান পরিবহণ মন্ত্রীর
HS EXAM | চাইলেও মিলবে না লুজ শিট! চতুর্থ সেমিস্টারের পরীক্ষার আগে ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের
Darjeeling | ভরা মরশুমে বন্ধ দার্জিলিংয়ের জনপ্রিয় নাইট ক্লাব 'গ্লেনারিজ', বড়দিনের আগে মনখারাপ পর্যটকদের
Weather Update | কলকাতায় কামড় বসাচ্ছে শীত, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Goa Fire Accident | মধ্যরাতে দাউ দাউ করে জ্বলে উঠলো পানশালা! গোয়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত ২৩