আবহাওয়া

আগামী তিন দিনে রাজ্যে কমবে বৃষ্টির প্রকোপ, ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই

আগামী তিন দিনে রাজ্যে কমবে বৃষ্টির প্রকোপ, ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই
Key Highlights

কলকাতায় প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। একই অবস্থা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে। তবে দ্রুত এই পরিস্থিতির উন্নতি হবে বলে জানালো আবহাওয়া দফতর।

আগামী তিন দিনের মধ্যে রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। আগের থেকে বৃষ্টির হার অনেকটাই কমে গিয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

রাজ্যে আর ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গেও কমবে বৃষ্টির দাপট

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এখনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামী কয়েক দিনে বৃষ্টির হার আগের থেকে অনেকটা কমে যাবে। ১৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ভারি বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে আবহাওয়া একেবারে শুকনো খটখটে হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। ১৬ তারিখের পর থেকে শুকনো আবহাওয়ার দেখা মিলবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

শুক্রবার সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে মেঘলা আবহাওয়া ছিল। একটা ভ্যাপসা গরম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার আকাশে মেঘ জমতে থাকে। বেশ কয়েক জায়গাতে বিচ্ছিন্নভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হয়। কলকাতায় শুক্রবার ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানানো হয়। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ১৬ তারিখের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। বর্ষা বিদায় নিতে চলেছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।


Afghanistan–Pakistan | অশান্ত পাক-আফগান সীমান্ত ডুরান্ড লাইন, দুপক্ষের গোলা-গুলিতে মৃত ১২ পাক-সেনা
Weather Update | বৃষ্টির করাল কবল থেকে রেহাই? একনজরে কলকাতার আজকের আবহাওয়া
Durgapur Gang Rape | ডাক্তারি ছাত্রীর গণধর্ষণকাণ্ডে সহপাঠীর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন! চাঞ্চল্য দুর্গাপুরে
Digha | ভেঙে পড়লো আস্ত কালভার্ট, কলকাতা থেকে বিচ্ছিন্ন দিঘা! ভোগান্তি উইকএন্ডের পর্যটকদের
Pakistan | TLP-আন্দোলনের ২য় দিনে রক্তাক্ত ইসলামাবাদ! পুলিশের গুলিতে মৃত ১১, গৃহযুদ্ধের আশংকা পাক-ভূমিতে
Toto | বাস, অটো, ট‌্যাক্সির মতো টোটো-তেও বসাতে হবে নম্বরপ্লেট! রেজিস্ট্রেশনের ডেডলাইন বেঁধে দিল সরকার
Breaking News | ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ১২টি অ্যাওয়ার্ড বাগালো ‘লাপাতা লেডিস’! ১৬তম অ্যাওয়ার্ড কিং খানের ঝুলিতে