আবহাওয়া

দীপাবলির আগেই অশনি সংকেত! সম্ভাব্য 'ঘূর্ণিঝড় সিতরাং' বাঁক নিয়ে বাংলার দিকে প্রবেশ করছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর

দীপাবলির আগেই অশনি সংকেত! সম্ভাব্য 'ঘূর্ণিঝড় সিতরাং' বাঁক নিয়ে বাংলার দিকে প্রবেশ করছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর
highlightKey Highlights

আমরা অনেকেই সাগরে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ-ঘূর্ণিঝড়ের সাথে পরিচিত। বর্তমানে আরও এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে বাংলায়। জানুন এবিষয়ে কী বলছে আবহাওয়া দফতর।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে। যা আগামী ২৩শে অক্টোবর নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এবং তারপরের দিন অর্থাৎ ২৪শে অক্টোবর নাগাদ এই নিম্নচাপ তার শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর মধ্যে আগামী ২৪শে অক্টোবর রয়েছে আলোর উৎসব অর্থাৎ দীপাবলি। কালি পূজো ঘিরে উৎসবে মেতে থাকবে দেশবাসী আর এসবের মধ্যেই আলোর উৎসবের দিন অথবা তার পরেরদিন উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে, জেনে নিন কোন দিকে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২২ অক্টোবর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সর্বত্রই আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আপাতত জেলাগুলিতেও তাপমাত্রা পরিবর্তনেরও কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত থেকে ইতিমধ্যেই দক্ষিণ আন্গামান সাগর এবং সন্নিগিত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছএ। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। ২৩ অক্টোবর শনিবার নাগাদ মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর তা বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি করতে পারে ২৪ অক্টোবর নাগাদ। এরপর তা উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ২৫ অক্টোবর নাগাদ ওড়িশা উপকূল ছুঁয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে যেতে পারে।


Trump Govt | এবার কোপ স্বাস্থ্য দফতরে, এক ধাক্কায় প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই ট্রাম্প প্রশাসনের !
Train Ticket Cancel | এবার অনলাইনেও বাতিল করা যাবে টিকিট কাউন্টার থেকে কাটা ট্রেনের টিকিট!
Siliguri Murder | বন্ধুদের সাথে বিরিয়ানি খেতে গিয়েছিল, শিলিগুড়ির জঙ্গলে মিললো নবম শ্রেণির ছাত্রীর মৃতদেহ !
EPFO | লাভবান হবে ৭ কোটি মানুষ! ASACর মাধ্যমে এবার থেকে তোলা যাবে ৫ লক্ষ টাকা!
Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Paschim Medinipur | চার বছরের শিশুকে সিঁদুর মাখিয়ে বলি দেওয়ার চেষ্টা! পশ্চিম মেদিনীপুরে ধৃত তান্ত্রিক
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!