আজ থেকেই বিপুল পরিবর্তন হতে চলেছে বাংলার আবহাওয়া, সিত্রাং এর জেরে জারি করা হয়েছে সতর্কতা

Sunday, October 23 2022, 6:59 pm
highlightKey Highlights

ঘূর্ণিঝড় সিত্রাং ইতিমধ্যে বাংলাদেশে আছড়ে পড়তে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সম্ভবত এই ঘূর্ণিঝড় সুন্দরবন এলাকা দিয়ে বড়িশালে ঢুকবে। বিভিন্ন জায়গায় তাই আগাম সতর্কতা জারি করা হয়েছে।


আলোর উৎসবের মধ্যেই আতঙ্ক ছড়াচ্ছে দেশবাসীর মধ্যে আর এই আতঙ্কের নাম হল "সিত্রাং" । রবিবার থেকেই পরিবর্তন হতে চলেছে বাংলার আবহাওয়ার। গত সোমবার থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হবে। সোমবার ও মঙ্গলবার উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে। গত বুধবার থেকে এই আবহাওয়ার উন্নতি হবার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশে আছড়ে পড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস

সুন্দরবন এলাকা দিয়ে এই ঘূর্ণিঝড় বড়িশালে ঢুকবে। বাংলাদেশের সুন্দরবন এলাকার তিনকোণা ও সন্দীপের মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে মঙ্গলবার সকালে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এ পার বাংলার সুন্দরবন এলাকাতেও। রবিবার থেকে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টি। দুর্যোগপূর্ণ আবহাওয়া সোমবার দুপুরের পর থেকে বুধবার সকাল পর

Trending Updates

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৪৫ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস।  সোম ও মঙ্গলবার জলোচ্ছ্বাস হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলে। এর ফলে নদী বাঁধ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রের জল নদী বাঁধ উপচে ঢুকে পড়তে পারে নিচু এলাকায়। রবিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সোম ও মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের সমস্ত ফেরি সার্ভিস বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামতে নিয়ন্ত্রণের পরামর্শ আবহাওয়া দফতরের। কলকাতায় রবিবার আংশিক মেঘলা আকাশ। সকালে মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। আগামীকাল থেকে পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File