WB Weather Update | আচমকাই বিকেলে দমকা হাওয়া! প্রবল ঝড়বৃষ্টি কলকাতা-সহ একাধিক জেলায়!
বিকেল নামতেই কালো মেঘে ঢেকে গেলো গোটা শহর। প্রবল ঝড় বৃষ্টি কলকাতা-সহ একাধিক জেলায়। আটকে রইলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়।
বিকেল নামতে না নামতেই কালো আকাশে চেয়ে গেলো তিলোত্তমা! নিমেষের মধ্যে শুরু দমকা হাওয়া, ধুলো ঝড়, বজ্রপাত এবং প্রবল বৃষ্টি। 'শো শো' আওয়াজ সমেত আচমকা ঝড়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। যদিও এই ঝড়ের কারণে বেশ অনেকটাই তাপমাত্রা কমে যায় শহরে, ফলে কিছুটা স্বস্তি পেল কলকাতাবাসী।
সোমবার সন্ধ্যায় হঠাৎ ঝড়, বৃষ্টির সাক্ষী থাকলো কলকাতা। ঝড়ে একাধিক দোকানের সাইনবোর্ড ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যেই কার্যত লন্ডভন্ড হয়ে যায় সর্বত্র। সূত্রের খবর, কিছুক্ষণের ঝড়ের ফলে শহরের একাধিক ছোট-বড় গাছ পড়ে গিয়েছে। আবার অনেক জায়গায় বিদ্যুৎ এবং ইন্টারনেট পরিষেবাও ব্যাহত হয়েছে বলেও খবর। ক্ষনিকের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় শহর। যার ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। ঘটনা নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই তৎপর হয়েছেন কলকাতা পুরকর্মীরা।
জানা গিয়েছে, বর্তমানে তিব্র যানজট সৃষ্টি হয়েছে রাসবিহারী অ্যাভিনিউ, গল্ফ গ্রিন, ময়দান, পার্ক স্ট্রিট, সাদার্ন অ্যাভিনিউতে। ট্রাফিক সিগন্যালে দীর্ঘক্ষণ আটকে থাকতে দেখা যায় গাড়ি-বাস।
কেবলমাত্র কলকাতাতেই নয়, এদিন ঝড় দেখা যায় জেলায় জেলায়। সূত্রের খবর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। এমনকি এই ঝড় বৃষ্টির ফলে ভাতারে আটকে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন সংযোগ যাত্রা। অভিষেকের কনভয়ে ছিড়ে পড়ে বিদ্যুতের তার।
উল্লেখ্য, রবিবার বেলা ১২টা নাগাদ প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় 'মোকা' (Mocha) আছড়ে পড়ে বাংলাদেশ (Bangladesh) এবং মায়ানমার (Myanmar) উপকূলে। ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ২১০ কিলোমিটার। 'মোকা'র তান্ডবে দুই দেশ তছনছ হয়ে গেলেও তার বিশেষ কোনও প্রভাব পড়েনা এই রাজ্যে। এমনকি পাশের দেশ যখন ঘূর্ণিঝড়ে নাজেহাল, তখন পশ্চিমবঙ্গে জলীয় বাষ্প শুষে নেওয়ার জেরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল জেলায় জেলায়। তীব্র গরমে অস্বস্তিকর পরিবেশ তৈরী হয় কলকাতায়।
তবে এদিনের হঠাৎ ঝড় বৃষ্টি নিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের ঝড় সম্পর্কে কোনও পূর্বাভাস ছিলনা। বরং আগামী ১৭ মে থেকে ২০ মে পর্যন্ত এ রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
- Related topics -
- আবহাওয়া
- বৃষ্টিপাত
- ঘূর্ণিঝড়
- মোকা ঘূর্ণিঝড়
- রাজ্য