ফের বর্ষা শুরুর পূর্বাভাস! বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে আরও এক ঘূর্ণাবর্ত
বঙ্গে ফের দ্বিতীয় দফায় শুরু হতে যাচ্ছে বর্ষা। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা কত থাকছে জেনে নেওয়া যাক
সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়া পরিষ্কার। আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তরবঙ্গের দু-একটি জায়গায় বাদ দিলে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সকালের দিকে শীতের অনুভূব হলেও আপাতত শীত আসতে দেরি বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
একনজরে দেখে নিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ২৭ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ অক্টোবর শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং আলিপুরদুয়ারের দু-একটি জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলির দিন কিংবা রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
এদিন বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৮ অক্টোবর শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। দিন কিংবা রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। এদিন বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে রাকে ৩১ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।
দেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে দক্ষিণের রাজ্যগুলি অক্টোবর থেকে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর সম্মুখী হয়। এবার তাই শুরু হতে যাচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে ২৯ অক্টোবরের আশপাশের সময়ে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষা শুরু হতে যাচ্ছে। অন্যদিকে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যাক জেরে ২৯ ও ৩০ অক্টোবর নাগাদ তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকালে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জানুন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা
- আসানসোল ২২.৪ (২০.১)
- বহরমপুর ২২ (২১.৬)
- বাঁকুড়া ২১.৩ (১৯.৩)
- বর্ধমান ২০ (১৯)
- কোচবিহার ২১.৪ (২০.১)
- দার্জিলিং ১১ (১১.৬)
- দিঘা ২৩.২ (২০.৭)
- কলকাতা ২৩ (২১.৫)
- দমদম ২২.৯ (২১.২)
- কৃষ্ণনগর ২০.৮ (২২.৬)
- মালদহ ২১.৮ (২০.৮)
- মেদিনীপুর ২৩.৩ (২১.৬)
- শিলিগুড়ি ২২.৪ (২২.২)
- শ্রীনিকেতন ২১.৭ (১৯.৩)
- সুন্দরবন ১৯ (১৮)
জানুন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা
- আসানসোল (৩১.৫)
- বহরমপুর (২৯.৪)
- বাঁকুড়া (৩২.৮)
- বর্ধমান (৩০)
- কোচবিহার ( ২৫.২)
- দার্জিলিং (১৯.৫)
- দিঘা (৩১.৮)
- কলকাতা (৩০.২)
- দমদম (৩৬.৫)
- কৃষ্ণনগর (৩০)
- মালদহ (৩১.৫)
- মেদিনীপুর (৩২.৭)
- শিলিগুড়ি (২৯.৩)
- শ্রীনিকেতন (৩১.৬)
- Related topics -
- আবহাওয়া
- ঘূর্ণাবর্ত
- আবহাওয়া দফতর