Tutu Bose | চলতি বছরের মোহনবাগান রত্ন সম্মান পাচ্ছেন ক্লাবের প্রাণপুরুষ 'টুটু বোস'

Sunday, June 22 2025, 4:12 am
Tutu Bose | চলতি বছরের মোহনবাগান রত্ন সম্মান পাচ্ছেন ক্লাবের প্রাণপুরুষ 'টুটু বোস'
highlightKey Highlights

চলতি বছরের মোহনবাগান রত্ন পাচ্ছেন টুটু বোস। শনিবার কর্মসমিতির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।


শনিবার কর্মসমিতির বৈঠকের পর সচিব সৃঞ্জয় বোস ও সভাপতি দেবাশিস দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবছরের মোহনবাগান রত্ন সন্মান প্রাপকের নাম ঘোষণা করলেন। চলতি বছরে এ সন্মান পাচ্ছেন টুটু বোস। ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে এই সম্মানে ভূষিত করা হবে। টুটু বোস ১৯৯১ সাল থেকে ১৯৯৫ পর্যন্ত ক্লাবের সচিব এবং ১৯৯৫ থেকে ২০১৮ পর্যন্ত সভাপতি ছিলেন। বিদেশি প্লেয়ার সই করানো, ব্যালট পেপারে ভোট, আরপিএসজি গ্রুপের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে গাঁটছড়া বাঁধা ইত্যাদি যুগান্তকারী সিন্ধান্তের পথ প্রদর্শক তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File