Iran vs Israel War Live | মার্কিন হামলার উড়েছে ৩ পারমাণবিক কেন্দ্র, স্বীকার ইরানের বিদেশমন্ত্রীর

Thursday, June 26 2025, 9:05 am
highlightKey Highlights

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে গভীর উদ্বেগ ও অস্থিরতার জন্ম দিয়েছে। এই সংঘর্ষে আমেরিকার যোগদানে অন্য মাত্রা পেয়েছে পশ্চিম এশিয়ার 'যুদ্ধ'। ইরান বনাম ইজ়রায়েল সংঘাত সম্পর্কিত খবরের লাইভ আপডেট পড়ুন এখানে।


রাত ১১.২৩, ২৫শে জুন: মার্কিন হামলার উড়েছে ৩ পারমাণবিক কেন্দ্র, স্বীকার ইরানের বিদেশমন্ত্রীর

প্রাথমিকভাবে এই ক্ষয়ক্ষতির কথা মানতে না চাইলেও মার্কিন হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরান, মার্কিন প্রেসিডেন্টের এই দাবি মেনে নিলো ইরান। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমাদের পরমাণু কেন্দ্রগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই নিয়ে কোনও সন্দেহ নেই।” তবে ক্ষয়ক্ষতির পরিমান নিয়ে কিছু জানায়নি ইরান।

২৪শে জুন, বিকেল ৪.২৫ : ইজ়রায়েল-ইরান সংঘর্ষবিরতি চুক্তি মানেনি, দাবি ট্রাম্পের!

মধ্যস্থতার কয়েক ঘণ্টার পরেই যুদ্ধবিরতি চুক্তি না মেনে নিক্ষেপ করা হয়েছে ক্ষেপণাস্ত্র, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি আরও দাবি করেছেন, ‘ইজ়রায়েল এবং ইরান দুই দেশই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।’ কার্যত মেজাজ হারিয়ে তিনি বলেন, “ওরা জানে না ওরা কী করছে।”

২৪শে জুন, দুপুর ২.৫০ : সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে হামলা করার অভিযোগ ইরানের বিরুদ্ধে!

ইরানের বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলল ইজ়রায়েল। তাদের অভিযোগ, ইজ়রায়েলের উত্তর অংশে মিসাইল ছুড়েছে খামেনেইয়ের দেশ।

২৪শে জুন, বেলা ১.৫২ : ইজ়রায়েলে সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে আটক ৬!

ইজ়রায়েলে সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে ছয় জনকে আটক করেছে ইরান।

২৪শে জুন, বেলা ১২.০২ : যুদ্ধবিরতিতে সম্মতি জানাল ইজ়রায়েল, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু!

যুদ্ধবিরতিতে সম্মতি জানাল ইজ়রায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

২৪শে জুন, সকাল ১১.৪২ : ‘অনুগ্রহ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না’, ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে বার্তা ট্রাম্পের!

ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘এখন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। অনুগ্রহ করে কেউ তা লঙ্ঘন করবেন না।’

২৪শে জুন, সকাল ১০.৪৫ : ইজ়রায়েলে মিসাইল ছুড়ে যুদ্ধ শেষ করার বার্তা দিলো ইরান!

ইজ়রায়েলে কয়েক দফা হামলা চালানোর পরে অবশেষে যুদ্ধবিরতির কথা ঘোষণা করল ইরান।

২৪শে জুন, সকাল ৯.১৬ : ইজ়রায়েলের আবাসনে আছড়ে পড়ল ইরানের ব্যালেস্টিক মিসাইল, মৃত ৩!

ইজ়রায়েলের আবাসনে আছড়ে পড়ল ইরানের ব্যালেস্টিক মিসাইল। কমপক্ষে তিন জনের মৃত্যুর খবর মিলেছে।

২৪শে জুন, সকাল ৭.৫১ : হামলা বন্ধ করতে হবে ইজ়রায়েলকে, দাবি ইরানের!

ইজ়রায়েল হামলা বন্ধ করলে ইরানও হামলা করবে না, জানালেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি।

২৪শে জুন, ভোর ৬.৫০ : ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইরাকে বিস্ফোরণ!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ়রায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পরেই ইরাকে বিস্ফোরণ হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ইরাকের রাজধানী বাগদাদের সামরিক ঘাঁটির কাছে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। একটি ড্রোন বাগদাদের উত্তরে অবস্থিত ক্যাম্প তাজিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে।

২৪শে জুন, ভোর ৬.৪৫ : যুদ্ধবিরতি নিয়ে কোনও চুক্তি হয়নি, দাবি ইরানের!

ইজ়রায়েল ও ইরান দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরেই ইরান জানিয়ে দিল, এই নিয়ে কোনও চুক্তি হয়নি। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির দাবি, ইজ়রায়েল ও ইরান মধ্যে এখন পর্যন্ত কোনও যুদ্ধবিরতির বিষয়ে কোনও চুক্তি হয়নি।

২৪শে জুন, ভোর ৪.০৭: পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত ইজ়রায়েল ও ইরান!

ইজ়রায়েল ও ইরান সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়াতে এই কথা লিখে দুই পক্ষকেই অভিনন্দন জানিয়েছেন তিনি।

২৩শে জুন, রাত ১১.৪০: ইন্ডিয়া-কাতার দু’টি ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ করল কুয়েত, ইরাক, বাহরিনও!

কাতারে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এরপরই দুটি ইন্ডিয়া-কাতার ফ্লাইট বাতিল করা হলো। কাতারের পাশাপাশি কুয়েত, ইরাক, বাহরিনেও আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

২৩শে জুন, রাত ১১.২৫: কাতারের বসবাসকারী মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ!

ইরানের হামলার কারণে আকাশপথ বন্ধ করেছে কাতার। এবার আমেরিকা ও ব্রিটেন কাতারে বসবাসকারী দুই দেশের নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।

২৩শে জুন, রাত ১১.১৫: কাতারে ইরানের হামলায় হতাহত হয়নি!

কাতার জানিয়েছে, সেই দেশে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় কোনও হতাহতের খবর নেই। সেই দেশের বিদেশ মন্ত্রক এই হামলার নিন্দা করেছে।

২৩শে জুন, রাত ১০.৫০: ইরাক ও কাতারে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের!

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইরাক ও কাতারে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। জানা গিয়েছে, কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৬টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এদিকে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে সাইরেন বাজছে এবং এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়েছে বলে জানা গিয়েছে।

২৩শে জুন, রাত ৯.৫০: সাময়িক ভাবে বন্ধ কাতারের আকাশসীমা!

ইরান-ইজ়রায়েল-আমেরিকার সংঘাতের প্রেক্ষিতে সাময়িক ভাবে আকাশসীমা বন্ধ করল কাতার। সেই দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে দেশের নাগরিক এবং ভ্রমণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

২৩শে জুন, সন্ধ্যা ৬.৩০: ফের ফোরদোয় হামলা ইজ়রায়েলি সেনাবাহিনীর?

রয়টার্সের সূত্রে খবর, ইজ়রায়েলি সেনাবাহিনী জানিয়েছে এ দিন তারা ইরানের ফোরদো পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। ওই কেন্দ্রের প্রবেশপথ বন্ধ করার জন্যই এই হামলা।

২৩শে জুন, দুপুর ৩.০০: ইরানের ফোরদো পারমাণবিক কেন্দ্রে ফের হামলার খবর!

ইরানের সংবাদমাধ্যমের দাবি, ফোরদো পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ইজ়রায়েল। গতকালই ফোরদো পরমাণু কেন্দ্রে বাঙ্কার ব্লাস্টার নিয়ে হামলা চালিয়েছিল আমেরিকা।

২৩শে জুন, বেলা ১.৪৩: জেরুজ়ালেমে জোরালো বিস্ফোরণ!

ইজ়রায়েলের হামলার পর ইরানের পাল্টা হুঁশিয়ারি। তারপরই জেরুজালেমে শোনা গেল জোরালো বিস্ফোরণ।

২৩শে জুন, বেলা ১২.২০: ইরানের ১৫ মিলিটারি এয়ারবেস নিশানা করে হামলা ইসরায়েলের!

ইরানের ১৫ মিলিটারি এয়ারবেসে ইসরায়েল হামলা চালিয়েছে বলে খবর। ধ্বংস হয়েছে ১৫টি অত্যাধুনিক চপার ও এয়ারক্রাফট।

২৩শে জুন, বেলা ১১.৩৭: হরমুজ় প্রণালী সচল রাখার জন্য চিনের দ্বারস্থ আমেরিকা!

আমেরিকার হামলা চালানোর পরই হরমুজ় প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের। এবার হরমুজ় সচল রাখতে চিনের দ্বারস্থ আমেরিকা। ইরানকে বোঝানোর আর্জি চিনের কাছে।

২৩শে জুন, সকাল ৯.৪০: ইরানের উপর আমেরিকার হামলায় নিন্দা উত্তর কোরিয়ার!

মধ্যরাতে ইরানে ঢুকে তিন পারমাণবিক কেন্দ্রে আমেরিকার হামলায় তীব্র নিন্দা করল উত্তর কোরিয়া।

২৩শে জুন, সকাল ৮.৩৫: পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কোয় পৌঁছলেন ইরানের বিদেশমন্ত্রী!

ইজ়রায়েল ও আমেরিকার সঙ্গে সংঘাতের পরিস্থিতিতে মস্কোয় পৌঁছলেন ইরানের বিদেশমন্ত্রী।

২২শে জুন, রাত ১২.০০: ইজ়রায়েলের উদ্দেশে ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান!

ইজ়রায়েলের উদ্দেশে ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইরানের সংবাদ সংস্থা IRNA জানিয়েছে, রবিবার ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইজ়রায়েলের উদ্দেশে। যার মধ্যে রয়েছে এই অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল।

২২শে জুন, রাত ১১.৩৯: সংঘর্ষবিরতির আবেদন জানিয়ে খসড়া প্রস্তাব জমা দিল রাশিয়া, চিন এবং পাকিস্তান!

পশ্চিম এশিয়ায় অবিলম্বে সংঘর্ষবিরতির আহ্বান জানিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব জমা দিল রাশিয়া, চিন এবং পাকিস্তান।

২২শে জুন, রাত ১১.৩০: ইরানে আমেরিকার হামলার পর তড়িঘড়ি বৈঠক ডাকল রাষ্ট্রপুঞ্জ!

ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে আমেরিকার আক্রমণের পর তড়িঘড়ি বৈঠক ডাকল রাষ্ট্রপুঞ্জ। জরুরি ভিত্তিতে বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ।

২২শে জুন, সন্ধ্যা ৭.১২: হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরানের সংসদ!

হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরানের সংসদ। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম প্রধান 'অয়েল করিডর'। অর্থাৎ, এই প্রণালী দিয়ে বিশ্বের একটা বড় অংশে জ্বালানি তেল যায়। এই প্রণালী বন্ধ হয়ে গেলে, তেল সরবরাহে বড় সংকট দেখা দেবে।

২২শে জুন, সন্ধ্যা ৬.৪২: আমেরিকার হামলার পরে রাশিয়ার দ্বারস্থ ইরান!

আমেরিকার হামলার পর রাশিয়ার সমর্থন চাইল ইরান। বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কো যাচ্ছেন তিনি।

২২শে জুন, বিকেল ৫.২০: ইরানে মার্কিন হামলায় কোনও প্রাণহানি ঘটেনি!

পারমাণবিক কেন্দ্রগুলিতে মার্কিন হামলায় কোনও প্রাণহানি ঘটেনি বলে দাবি করল ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।

২২শে জুন, দুপুর ৩.২০: ইরানে আমেরিকার হামলাকে সমর্থন করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী!

ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার আগে ব্রিটেনকে জানিয়েছিল আমেরিকা। হামলার পরে এই মার্কিন পদক্ষেপকে সমর্থন করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি ‘আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি’। তিনি বলেছেন, ‘ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। সেই হুমকি দূর করার জন্য পদক্ষেপ করেছে আমেরিকা।’

২২শে জুন, দুপুর ৩.১০: ২৪ ঘন্টার মধ্যেই ইউটার্ন পাকিস্তানের! মার্কিন প্রেসিডেন্টকে তুলোধনা করল ইসলামাবাদ!

ইরানের ৩টি পরমাণু কেন্দ্র তছনছ করার জন্য মার্কিন প্রেসিডেন্টকে তুলোধনা করল পাকিস্তান। পাক বিদেশমন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে আমেরিকা। ইরানের নিজেকে রক্ষা করার সমস্ত অধিকার রয়েছে। উল্লেখ্য, এর ২৪ ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছিল ইসলামাবাদ।

২২শে জুন, দুপুর ৩.০০: সব পক্ষকে আলোচনায় বসার আহবান কাজা ক্যালাসের!

ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার পরই সব পক্ষকে আলোচনা টেবিলে ফিরে আসার আহ্বান জানালেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ স্থানীয় কূটনীতিক কাজা ক্যালাস।

২২শে জুন, দুপুর ২.২৫ : ইজ়রায়েল-ইরান সংঘর্ষে সরাসরি যোগ দিল আমেরিকা!

ইজ়রায়েল-ইরান সংঘর্ষে সরাসরি যোগ দিল আমেরিকা। রবিবার (২২ জুন), মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ফোরদো, নাতানজ এবং এসফাহান ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। ইরান ‘এখনই শান্তির পথে না আসলে’, আরও বড় আক্রমণের হুমকি দিয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File