Operation Sindh | জোরকদমে চলছে 'অপারেশন সিন্ধু', ইরান-ইজরায়েল থেকে দেশে ফিরলেন ক'জন ভারতীয়?
Wednesday, June 25 2025, 3:09 pm
Key Highlightsইরান -ইজরায়েল উত্তেজনার মধ্যে ‘অপারেশন সিন্ধু’ শুরু করে ভারত। যার অধীনে মোট এখনও অবধি মোট ৩,১৭০ জন ভারতীয়কে উদ্ধার করল সরকার।
ইরান ইজরায়েল সংঘাতে বিপন্ন কর্মসূত্রে দেশগুলিতে বসবাসকারী ভারতীয় নাগরিকরা। তাঁদের উদ্ধার করে দেশে ফেরাতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে ভারত। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে ভারতীয় বায়ুসেনার C 17। এদিন পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ইরান থেকে এখন পর্যন্ত ২,৫৭৬ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে। ইজরায়েল থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ৫৯৪ জন ভারতীয়কে। এদের মধ্যে ৪০০ জনের বেশি মানুষকে জর্ডান ও মিশরের স্থলপথ দিয়ে নিয়ে গিয়ে সেখান থেকে বিমানযোগে ভারতে ফিরিয়ে আনা হয়।

