চৈত্রের দাবদাহ থেকে আপাতত মিলতে পারে স্বস্তি, বড় ঘোষণা হাওয়া অফিসের

Friday, April 1 2022, 11:00 am
highlightKey Highlights

দক্ষিণবঙ্গে থাকবে আংশিক মেঘলা আকাশ, পূর্বাভাস আবহবিদদের। জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও উত্তরবঙ্গে চলবে বৃষ্টি


চৈত্রের দাবদাহ থেকে কিছুদিনের জন্য মুক্তি পেতে পারেন রাজ্যবাসী৷ আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে এমনই স্বস্তির খবর শোনা যাচ্ছে৷ আপাতত রাজ্যে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই বলে আগাম জানিয়েছে হাওয়া অফিস৷

আবহবিদদের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকবে আকাশ

রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কয়েকদিন ধরেই তাপপ্রবাহের জন্য সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর৷ হাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাসে অবশ্য জানানো হয়েছে, আপাতত রাজ্যের সর্বত্রই দিনের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি। আজ কলকাতার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই৷ বাতাসে সামান্য জলীয়বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File