Weather | শ্রাবণ যেতেই বাড়ছে গরম! আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম! দুদিনে বাড়বে ৪ ডিগ্রি তাপমাত্রা!
রবিবার থেকে কমেছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে তাপমাত্রার পারদ, কমবে বৃষ্টির সম্ভবনা। ডুয়ার্স জলমগ্ন হয়ে পড়লেও উত্তরবঙ্গেও কমবে বৃষ্টি।
শ্রাবণ বিদায় নিতেই ফের শুষ্ক আবহাওয়া বঙ্গে (West Bengal Weather)। গত কয়েকদিন প্রতিনিয়তই বেশ ভালো বর্ষণে ভিজেছে দক্ষিণবঙ্গ। এমনকি দু-তিন দিন লাগাতার বৃষ্টিও হয়েছে কলকাতা (Kolkata) ও দক্ষিণবঙ্গের বহু জেলায়। তবে এবার ফের গরমের পালা। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে এবার বেশ কয়েকদিন ধরে বৃষ্টির প্রভাব কমবে। পাশাপাশি বৃদ্ধি পাবে তাপমাত্রাও।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) সূত্রে খবর, গতকাল অর্থাৎ ২৭সে অগাস্ট, রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। যা বজায় থাকবে আগামী ৩১ তারিখ অর্থাৎ চলতি মাসের শেষ পর্যন্ত। আজ, সোমবার থেকে ৩০সে অগাস্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত রাজ্যে গরম বাড়বে। বাড়বে আদ্রতাজনিত অস্বস্তিও। এখনই এই পরিস্থিতি থেকে এখনই মুক্তি মিলবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। জানা গিয়েছে, আপাতত বঙ্গোপসাগরে (Bay of Bengal) এমন কোনও ‘সিস্টেম’ নেই, যা রাজ্যে ভারী বৃষ্টি আনতে পারবে। আগামী তিন-চারদিন সেরকম কোনও 'সিস্টেম' তৈরি হওয়ার সম্ভাবনাও নেই।
দক্ষিণবঙ্গে এদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North and South 24 Parganas) এবং পশ্চিম মেদিনীপুর (West Medinipur), ঝাড়গ্রাম (Jhargram) ও নদিয়া (Nadia)জেলায়। জানা গেছে, বৃহস্পতিবারের মধ্যে অন্তত ৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। এই অস্বস্তিকর পরিস্থিতিতে বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ, এমনকী কার্যত নেই বললেই চলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওড়া (Howrah), কলকাতা (Kolkata), হুগলি (Hooghly), পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), পশ্চিম বর্ধমান (West Burdwan), পূর্ব বর্ধমান (East Burdwan), বীরভূম (Birbhum) এবং মুর্শিদাবাদে (Murshidabad) বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। ওই জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।
কলকাতায় এদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা কম থাকায় সোমবার তাপমাত্রা বাড়বে, সেই সঙ্গে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তিও। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯৩ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আজ কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশজুড়েই বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আগামী ২ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি।
অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী ২৮ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ উপরের পাঁচটি জেলা, দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কালিম্পং (Kalimpong), কোচবিহার (Cooch Behar) এবং আলিপুরদুয়ারে (Alipurduar) বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি তিনটি জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর (North Dinajpur), দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) এবং মালদায় (Malda) হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির স্বস্তি শুধুমাত্র পার্বত্য জেলাগুলিতেই পাবেন বাসিন্দারা। ওই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
ইতিমধ্যেই লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতিরসৃষ্টি সৃষ্টি হয়েছে ডুয়ার্সে (Duars)। প্লাবিত হয়েছে বানারহাট (Banarhat), বিন্নাগুড়ি (Binnaguri), গয়েরকাটা (Goerkata) এলাকা। এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, চা-বাগান, রাজ্য সড়ক এবং রেলপথ। রবিবার রাতেই জলবন্দি হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। রাত ১টা থেকে জল ঢুকতে শুরু করে বানারহাট বাজার এলাকায়। রাজ্য সড়কের উপর দিয়ে এক হাঁটু জল বইতে থাকে। আতঙ্কে ব্যবসায়ীরা তাদের দোকান খুলে মাল সারানোর কাজ শুরু করেন। বানারহাট (Banarhat), লক্ষ্মীপাড়া (Lakshmipara), তেলিপাড়া-সহ(Telipara) পাঁচটি চা-বাগান প্লাবিত হয়। জলমগ্ন হয়ে পড়ে বিন্নাগুড়ি এস এম কলোনি, নেতাজি পাড়া-সহ বিস্তীর্ণ এলাকা। তবে আজ, সোমবার সকাল থেকে বৃষ্টি থামায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
অন্যদিকে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh), আসাম (Assam), মেঘালয়ে (Meghalaya), মনিপুর (Manipur), মিজোরাম (Mizoram), নাগাল্যান্ড (Nagaland) ও ত্রিপুরাতেও (Tripura)। আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman and Nicobar Islands ), তামিলনাড়ু (Tamil Nadu), পন্ডিচেরি (Pondicherry), করাইকাল (Karaikal) এবং উড়িষ্যাতে (Odisha)। তবে ভারতের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা কমবে চলতি সপ্তাহে।